আবু হানিফ, সুনামগঞ্জ
জুলাই ২৮, ২০২৫, ০৫:৫৪ পিএম
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভাটি লালপুর গ্রামে পুলিশের কিছু সদস্যের দ্বারা গ্রামবাসীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগীরা।
সোমবার দুপুরে সর্বস্তরের এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন- গ্রামের প্রবীণ মুরুব্বি আব্বাস আলী, জয়নাল হাজারী, আব্দুল হাসেম, আব্দুল ফরিদ, সিদ্দিকুর রহমান, রহিমা খাতুনসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করে বলেন, জামালগঞ্জ থানার কয়েকজন পুলিশ সদস্য এক সাজাপ্রাপ্ত আসামিকে ধরতে ভাটি লালপুর গ্রামে অভিযান চালায়। কিন্তু পুলিশের আগমনের আগেই ওই আসামি পালিয়ে যায়। পরে তাকে না পেয়ে পুলিশ সদস্যরা গ্রামের নিরীহ মানুষদের হয়রানি শুরু করে।
তারা বলেন, এক নিরপরাধ ব্যক্তি নিজের বাড়িতে থাকা অবস্থায় পুলিশের উপস্থিতি দেখে ভয় পেয়ে দৌড় দেয়। তাকে ধাওয়া করতে গিয়ে এক পুলিশ সদস্য পা পিছলে পড়ে যান। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যরা নিরপরাধ দুই জনকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় পুলিশ সদস্যরা গ্রামে নারী-পুরুষদের উদ্দেশে অশালীন ভাষায় গালিগালাজ করে।
বক্তারা আরও বলেন, “আজ পুরো ভাটি লালপুর গ্রামের নারী-পুরুষ আতঙ্কে রয়েছে। একজন সাজাপ্রাপ্ত আসামিকে ধরতে এসে পুরো গ্রামবাসীকে হয়রানি করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
তারা বলেন, “নিরপরাধ কাউকে যেন হয়রানির শিকার না হতে হয়, সে বিষয়ে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। যাদেরকে বিনা দোষে আটক করা হয়েছে, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। পাশাপাশি পুলিশ সদস্যদের এমন হয়রানিমূলক আচরণ থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”
ইএইচ