টাঙ্গাইল প্রতিনিধি
জুলাই ৩১, ২০২৫, ০৪:০৬ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” কর্মসূচি প্রচারে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার এলেঙ্গা রিসোর্টে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ফিনান্সিয়াল টুডে পত্রিকার নির্বাহী সম্পাদক শাহীন আব্দুল বারী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. শাহ আলম তালুকদার।
এ সময় আরও বক্তব্য রাখেন সাংবাদিক রঞ্জন কৃষ্ণ পণ্ডিত, রশিদ আহম্মদ আব্বাসী, কলামিস্ট ও সাংবাদিক মো. জোবায়েদ মল্লিক বুলবুল এবং কাদির তালুকদার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. শাহ আলম তালুকদার বলেন, "৩১ দফা কর্মসূচির বাস্তবায়ন হলে বাংলাদেশ একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত এই কর্মসূচি তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। দেশের মালিকানা জনগণের হাতেই, তাই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন এখন সময়ের দাবি।"
ইএইচ