ফরিদপুর প্রতিনিধি
জুলাই ৩১, ২০২৫, ০৫:০৮ পিএম
ফরিদপুরে ইজিবাইক ছিনতাই ও চালককে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। একই মামলায় আরেক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক মাকসুদুর রহমান এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাদের পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ফরিদপুর সদর উপজেলার মো. মেহেদী আবু কাওসার, মো. জনি মোল্লা, রাজেস রবি দাস, মো. রবিন মোল্লা ওরফে ভিকি এবং পলাতক মো. রাসেল শেখ। এদের মধ্যে রাসেল শেখ রায় ঘোষণার সময় পলাতক ছিলেন। অন্যদিকে, একই মামলার আরেক আসামি রাজবাড়ী জেলার বাদশা শেখকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০১৯ সালের ১৪ নভেম্বর শওকত মোল্লা (২০) নামের এক যুবক ইজিবাইক নিয়ে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরদিন সকালে শহরের গোয়ালচামট মোল্যা বাড়ি সড়কের শেষ মাথায় বাইপাস রোডসংলগ্ন আবুল হোসেনের ধানক্ষেতে তার লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনার পর নিহত শওকতের বাবা আয়নাল শেখ ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট চৌধুরী জাহিদ হাসান খোকন বলেন, "ইজিবাইক ছিনতাই করতে গিয়ে চালককে নির্মমভাবে হত্যা করা হয়। মামলায় দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত ৫ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। আমরা এই রায়ে সন্তুষ্ট।"
তিনি আরও জানান, পলাতক আসামি রাসেল শেখের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত।
ইএইচ