কুড়িগ্রাম
আগস্ট ৯, ২০২৫, ০৪:৩৩ পিএম
কুড়িগ্রামের রাজিবপুরে ২০ বোতল বিদেশি মদসহ ২ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন- রৌমারী থানাধীন ইজলামারী এলাকার মাদক কারবারি মো. রন্জু ইসলাম (২৩) ও চরশৌলমারী এলাকার মাদক কারবারি মো. জাহিদ হাসান (২০)।
পুলিশ মিডিয়া জানায়, ৯ আগস্ট সকালে জেলার রাজিবপুর থানাধীন ১ নং রাজিবপুর ইউনিয়নের সুইচগেট বাজার পুলিশ চেকপোস্টে পরিচালনা করার সময় রাজিবপুর থানার একটি চৌকস টিম রৌমারী থানাধীন ইজলামারী এলাকার মাদক কারবারি মো. রন্জু ইসলাম (২৩) ও চরশৌলমারী এলাকার মাদক কারবারি মো. জাহিদ হাসান (২০) দ্বয়কে ২০ বোতল বিদেশি মদসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজিবপুর থানা পুলিশের একটি চৌকস টিম রাজিবপুর সুইচগেট এলাকায় চেকপোস্ট পরিচালনা করে ২০ বোতল বিদেশি মদসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
উক্ত বিষয়ে কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।
জেএইচআর