চট্টগ্রাম ব্যুরো
আগস্ট ৯, ২০২৫, ০৮:৫৪ পিএম
পাঠক নন্দিত পত্রিকা দৈনিক আমার সংবাদের চট্টগ্রাম ব্যুরো কর্তৃক চট্টগ্রাম দক্ষিণ ও উত্তর জেলার প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৬টায় চকবাজারে দৈনিক আমার সংবাদ চট্টগ্রাম ব্যুরো অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম ব্যুরো প্রধান মামুনুর রশিদের সভাপতিত্বে এবং রাউজান উপজেলা প্রতিনিধি মো. লোকামান আনছারীর সঞ্চালনায় সভাটি শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত করেন চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি মো. বেলাল হোছাইন।
সভায় শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম ব্যুরো প্রধান মামুনুর রশিদ।
পরে বক্তব্য দেন- ডেপুটি ব্যুরো প্রধান আতাউর রহমান, হাটহাজারী প্রতিনিধি মো. সাহাবুদ্দীন সাইফ, বোয়ালখালী প্রতিনিধি ইয়াছিন চৌধুরী, লোহাগাড়া প্রতিনিধি আরিফুল ইসলাম রিফাত, সন্দ্বীপ প্রতিনিধি ইলিয়াছ সুমন, সীতাকুণ্ড প্রতিনিধি নাছির উদ্দিন শিবলু এবং রাঙ্গুনিয়া প্রতিনিধি তৈয়্যবুল ইসলাম।
সভায় উপস্থিত প্রতিনিধিরা তাদের বিভিন্ন দাবি উপস্থাপন করেন।
দাবিগুলো মোবাইল ফোনে সরাসরি দৈনিক আমার সংবাদের সম্পাদককে জানানো হলে তিনি সব দাবি পূরণের আশ্বাস দেন।
প্রতিনিধিরা দৈনিক আমার সংবাদ পত্রিকায় প্রান্তিক উপজেলা প্রতিনিধিদের সংবাদকে অগ্রাধিকার দেওয়ায় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা ও হয়রানি প্রতিরোধে সরকারি সহযোগিতা কামনা করেন উপস্থিত সংবাদকর্মীরা।
ইএইচ