Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ মে, ২০২৪,

২৫ দিনে প্রবাসী আয় সাড়ে ১৬ হাজার কোটি টাকা

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ২৯, ২০২২, ১২:২৬ পিএম


২৫ দিনে প্রবাসী আয় সাড়ে ১৬ হাজার কোটি টাকা

দেশে চলতি মাসের প্রথম ২৫ দিনে ১৭২ কোটি ৯৩ লাখ বা ১.৭৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ (প্রতি ডলার ৯৫ টাকা হিসাবে) প্রায় ১৬ হাজার ৪২৯ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দেশে ডলারসংকট কাটাতে সরকার প্রবাস আয় বাড়াতে নানা ধরনের সুবিধা দিয়েছে। শর্তাদিও শিথিল করেছে। এতে বৈধ চ্যানেলে রেমিট্যান্স বাড়তে শুরু করেছে। 

এ ধারা অব্যাহত থাকলে পুরো আগস্ট মাসে ২১৪ কোটি ডলারের রেমিট্যান্স আসার সম্ভাবনা রয়েছে। ২৫ দিনে ১৭২ কোটি ৯৩ লাখ ডলারের মধ্যে রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের মাধ্যমে এসেছে ৩১ কোটি ৫০ লাখ ডলার।

বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে দুই কোটি ১০ লাখ ডলার। আর বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৮ কোটি ৬৯ লাখ ডলারের রেমিট্যান্স।

আলোচিত সময়ের মধ্যে বরাবরের মতো সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। বেসরকারি খাতের এ ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৫ কোটি ৬২ লাখ ডলারের রেমিট্যান্স। এর পরই রয়েছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। এ ব্যাংকের মাধ্যমে এসেছে ১১ কোটি ডলার।

এ ছাড়া আগের মাস জুলাইয়ে ২০৯ কোটি ৬৯ লাখ ডলার বা প্রায় ২০ হাজার কোটি টাকার রেমিট্যান্স এসেছে দেশে। চলতি বছরের জুনে এসেছিল ১৮৩ কোটি ৭২ লাখ ডলার, মে মাসে এসেছিল ১৮৮ কোটি ৫৩ লাখ ডলারের রেমিট্যান্স। ২০২১-২২ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন দুই হাজার ১০৩ কোটি ডলার।

 

টিএইচ

Link copied!