Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪,

বাংলাদেশে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৫.২ শতাংশ : বিশ্বব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ১১, ২০২৩, ১১:৪৬ এএম


বাংলাদেশে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৫.২ শতাংশ : বিশ্বব্যাংক

করোনা মহামারি ও ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন সংকটে বিশ্বমন্দা চলছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের অর্থনীতিতে। চলতি ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ২ শতাংশে নামতে পারে।

‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস জানুয়ারি ২০২৩’ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়ে এ তথ্য দিয়েছে বিশ্বব্যাংক।

পাশাপাশি ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশে ৬ দশমিক ২ শতাংশ  প্রবৃদ্ধি অর্জিত হবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। প্রতিবেদনে বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও পূর্বাভাস দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সংস্থাটির সদর দপ্তর থেকে মঙ্গলবার (১০ জানুয়ারি)  প্রতিবেদনটি প্রকাশিত হয়। 
গত বছরের অক্টোবরে সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছিল, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৬ দশমিক ১ শতাংশ হতে পারে। জুনের পূর্বাভাসে ৬ দশমিক ৭ শতাংশ জিডিপির প্রবৃদ্ধির কথা বলা হয়েছিল।

এআরএস

Link copied!