Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৮ জুন, ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০

বিশ্বজুড়ে কমেছে খাদ্যপণ্যের দাম

অর্থনৈতিক প্রতিবেদক

মার্চ ২৮, ২০২৩, ০৪:৪৭ পিএম


বিশ্বজুড়ে কমেছে খাদ্যপণ্যের দাম

ওয়ার্ল্ড ব্যাংক ফুড সিকিউরিটি আপডেটের তথ্যচিত্র থেকে জানা যায়, গত দু’সপ্তাহের তুলনায় বিশ্বব্যাপি ২৩শে মার্চ পর্যন্ত চাল, গম ও ভুট্টার দাম কমেছে।

এতে বলা হয়েছে, চাল এবং ভুট্টার দাম শতকরা প্রায় এক ভাগ কমেছে। অন্যদিকে গমের দাম কমেছে শতকরা ২ ভাগ।

এক বছর আগে ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। তখন উচ্চ পর্যায়ে ছিল এসব খাদ্যপণ্যের দাম। সেখান থেকে ভুট্টার দাম কমেছে শতকরা ১৩ ভাগ এবং গমের দাম কমেছে শতকরা ৩৪ ভাগ।

তবে চালের দাম বেড়েছে শতকরা ১৭ ভাগ। ২০২১ সালের জানুয়ারির তুলনায় ভুট্টার দাম বৃদ্ধি পেয়েছে শতকরা ২২ ভাগ এবং গমের দাম বেড়েছে শতকরা ৪ ভাগ।

কৃষিপণ্য, সিরিয়াল এবং রপ্তানি মূল্যসূচক যথাক্রমে কমেছে শতকরা ৩ ভাগ, ২ ভাগ ও ২ ভাগ।

এআরএস

Link copied!