Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪,

কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্র

দুইমাসে ২ কোটি ২৬ লাখ টাকা রাজস্ব আয়

কাপ্তাই  (রাঙামাটি) প্রতিনিধি

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

নভেম্বর ৩, ২০২৩, ০৩:৫৪ পিএম


দুইমাসে ২ কোটি ২৬ লাখ টাকা রাজস্ব আয়

দীর্ঘ চার মাস ১২ দিন কাপ্তাই লেকে মাছ ধরা নিষেধাজ্ঞা শেষে রাঙামাটির কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে চলতি বছরের গত ৩১ আগস্ট মধ্য রাত থেকে কাপ্তাই লেকে মাছ ধরা শুরু হয়।

কাপ্তাই মৎস্য উন্নয়ন উপকেন্দ্রের প্রধান মাসুদ আলম জানান, গত ৩১ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে রাজস্ব আয় হয়েছে ২ কোটি ২৬ লাখ টাকা।

তিনি আরও বলেন, ৩১ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত ১১শ’ মেট্রিকটন বিভিন্ন প্রজাতির মাছ এই অবতরণ কেন্দ্রে শুল্ক দিয়ে দেশের বিভিন্ন জায়গায় ব্যবসায়ীরা বিক্রির জন্য নিয়ে গেছেন।

উল্লেখ্য, মাছের প্রজনন বৃদ্ধির জন্য রাঙামাটি জেলা প্রশাসন গত ১ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত কাপ্তাই লেকে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেন।

এআরএস

Link copied!