Amar Sangbad
ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪,

‘সোলার সলিউশন ফর আওয়ার ফিউচার’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১০, ২০২৪, ০২:১৪ পিএম


‘সোলার সলিউশন ফর আওয়ার ফিউচার’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

সোলার প্যানেল ব্যবহারে সবার আগ্রহ তৈরি করতে দেশের বিভিন্ন কোম্পানির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের অংশগ্রহণে বুন্ড ইঞ্জিনিয়ারিং এন্ড ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের উদ্যোগে ‘সোলার সলিউশন ফর আওয়ার ফিউচার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় আমারি হোটেলে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাওয়ার গ্রিড অব কোম্পানি বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মোহাম্মদ নজরুল ইসলাম।

প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- জিঙ্কো সোলার কোম্পানি লিমিটেডের কান্ট্রি ম্যানেজার শাহিদুর রহমান, স্নোটেক্স আউটওয়্যার লিমিটেডের ম্যানেজার ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ মিয়া, সানগ্রো পাওয়ার সাপ্লাই কোম্পানি লিমিটেডের সেলস ম্যানেজার রাফি ইবনে হোসাইন।

সরকারের নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যপুরণে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তারা জানান- মাত্র ২.৫ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন করতে পারে পারে বাংলাদেশ ৷ তা ১২ শতাংশে নিতে যেতে সবার প্রতি আহ্বান জানান আয়োজকরা।

রহিম/ ইএইচ

Link copied!