Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

রাবিপ্রবির উপাচার্য হলেন চবি শিক্ষক সমিতির সভাপতি

আজিম সাগর, চবি প্রতিনিধি

আজিম সাগর, চবি প্রতিনিধি

সেপ্টেম্বর ১৯, ২০২২, ০৬:৪৮ পিএম


রাবিপ্রবির উপাচার্য হলেন চবি শিক্ষক সমিতির সভাপতি

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য পদে নিয়োগ পেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সেলিনা আক্তার।

তিনি চবিতে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছাম্মৎ রোখছানা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) আইন, ২০০১ এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. সেলিনা আখতারকে রাবিপ্রবি উপাচার্য হিসেবে ৪ বছরের জন্য নিয়োগ দেওয়া হলো।  

দায়িত্ব পালনের ক্ষেত্রে পাঁচ শর্তে উপাচার্য হিসেবে নিয়োগের মেয়াদ এ পদে যোগদানের তারিখ থেকে চার বছর হবে।

তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। নিয়মানুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবেন।

তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। মহামান্য রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে এ নিয়োগ যে কোনো সময় বাতিল করতে পারবেন।

এসএম

Link copied!