ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

সিকৃবি অফিসার পরিষদ নির্বাচন: শোয়েব-সালাহউদ্দীন প্যানেল জয়ী

সিকৃবি প্রতিনিধি

সিকৃবি প্রতিনিধি

সেপ্টেম্বর ২৬, ২০২২, ০৮:১৩ পিএম

সিকৃবি অফিসার পরিষদ নির্বাচন: শোয়েব-সালাহউদ্দীন প্যানেল জয়ী

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদের কার্যনির্বাহী কমিটি ২০২২ এর নির্বাচনে গণতান্ত্রিক অফিসার পরিষদ মনোনীত পূর্ণ প্যানেল জয় লাভ করেছে। সিকৃবি অফিসার পরিষদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মো. বদরুল ইসলাম শোয়েন এবং সাধারণ সম্পাদক হিসেবে জয় লাভ করেছেন ড. সালাহ উদ্দীন আহমদ।

২৬ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় সিকৃবি প্রশাসন ভবনের নিচতলায় এ নির্বাচন অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। সকাল থেকেই নির্বাচন উপলক্ষে সিকৃবি ক্যাম্পাসে একটি উৎসবের আমেজ তৈরি হয়। ভোটকেন্দ্রে ভোট দিতে সকাল থেকে প্রায় শতাধিক কর্মকর্তা উপস্থিত হন ভোট কেন্দ্রে।

অফিসার পরিষদের নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন- সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ছায়াদ মিয়া, সহ সভাপতি মোঃ মাকছুদার রহমান, যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ ড. অশোক বিশ্বাস, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডাঃ শিপলু রায়, সমাজ কল্যাণ সম্পাদক আবদুল্লাহ আল ফরহাদ আখন্দ, ক্রীড়া সম্পাদক রিয়াজুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক খলিলুর রহমান ফয়সাল, মহিলা বিষয়ক সম্পাদক নাবিলা ইলিয়াস। নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নাজমুন নাহার শারমিন, প্রকৌশলী মোঃ কামাল হোসেন মোল্লা, ডাঃ ফখর উদ্দিন এবং মোঃ মফিজুল হক।

অফিসার পরিষদের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ মোঃ সাজিদুল ইসলাম। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে আমাদের নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটাররা লাইন ধরে কেন্দ্রের সামনে এসেছেন এবং হাসিমুখে ভোট দিয়েছেন। এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন, এডিশনাল রেজিস্ট্রার ফাতেহা শিরিন ও ডেপুটি রেজিস্ট্রার ডাঃ সুমন তালুকদার।

নির্বাচন নিয়ে উপস্থিত ভোটারদের মধ্যেও উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। ভোট দিতে আসা ভোটাররা বলেন, প্রতিবছর এরকম নির্বাচন অনুষ্ঠিত হলে গণতান্ত্রিক চর্চার ধারাটি অব্যাহত থাকবে।


নবনির্বাচিত সভাপতি মো. বদরুল ইসলাম শোয়েব ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামীতে কর্মকর্তাদের স্বার্থসংশ্লিষ্ট সকল কাজে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সুন্দর পরিবেশের জন্য সকলকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার অন্যতম স্তম্ভ প্রশাসনিক কর্মকর্তা। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আমাদের পূর্ণ প্যানেল বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যাবে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ড. সালাহ উদ্দীন আহমদ নির্বাচন কমিশন ও ভোটারদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, নির্বাচন অত্যন্ত সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। আশা করি আমরা সকলের প্রত্যাশা পূরণে একসাথে কাজ করে যেতে পারব।

এসএম

Link copied!