Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ মে, ২০২৪,

গুচ্ছতে খুবিতে আবেদন পড়লো ৫৩০৪৯

খুবি প্রতিনিধি

খুবি প্রতিনিধি

অক্টোবর ২৯, ২০২২, ০৩:৪৮ পিএম


গুচ্ছতে খুবিতে আবেদন পড়লো ৫৩০৪৯

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে তিন ইউনিটে ১১০৯ সিটের বিপরীতে ভর্তির আবেদন করেছে ৫৩ হাজার ৪৯ জন শিক্ষার্থী। ফলে প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে ৪৮ জন ভর্তিচ্ছু। গত বৃহস্পতিবার রাত ১১ টা ৫৯ মিনিটে আবেদনের সময় শেষ হয়েছে। আগামী ৭ নভেম্বর ভর্তির ইউনিটসহ বিষয় (সাবজেক্ট)সম্পর্কিত চূড়ান্ত ফল জানা যাবে।

ইউনিট ভিত্তিতে এ ইউনিটে (স্থাপত্যসহ) আবেদন পড়েছে ১৭১২৫টি, বি ইউনিটে ( চারুকলাসহ) আবেদন পড়েছে ২০৯৮১টি, সি ইউনিটে আবেদন পড়েছে ১৪৯৪৩টি।

উল্লেখ্য, ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুসারে একজন ভর্তিচ্ছু শিক্ষার্থী ৫০০ টাকা জমা দিয়ে ১টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পেরেছে। বিজ্ঞানের ইচ্ছুক শিক্ষার্থীরা এ ইউনিট ছাড়াও বি এবং সি ইউনিটেও আবেদন করতে পেরেছে। এ ইউনিটের অন্তর্ভুক্ত স্থাপত্যে ভর্তিচ্ছু পরীক্ষার্থী আলাদাভাবে নির্দিষ্ট ফি দিয়ে আবেদনের পছন্দক্রম উল্লেখ করেছে। এর সংখ্যা ১৯৫ জন। একইভাবে বি ইউনিটের অন্তর্ভুক্ত চারুকলা স্কুলে ভর্তির জন্য আলাদা একটি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফি দিয়ে আবেদন করেছে ৫০৩ জন।

খুবির আবেদনের এ তথ্যটি নিশ্চিত করেছেন আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কাজী মাসুদুল আলম। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস প্রাথমিকভাবে জানান মূলত রাজনীতি ও সেশনজটমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ক্যাম্পাস, শিক্ষার গুণগতমান এবং বর্তমান উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের  নেতৃত্বে গবেষণা, উদ্ভাবনায় জোরদার, ওবিই কারিকুলা প্রণয়নে এগিয়ে থাকা, একাডেমিক ক্ষেত্রে উল্লেখ্যযোগ্য পদক্ষেপ গ্রহণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব দিক বিবেচনায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছে।

কেএস 

Link copied!