ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

ঢাবিতে ‘সেইভ’র দুই দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

ঢাবি প্রতিনিধি

ঢাবি প্রতিনিধি

নভেম্বর ২৬, ২০২২, ০৯:২২ পিএম

ঢাবিতে ‘সেইভ’র দুই দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘সেইভ ইয়ুথ বাংলাদেশ’ এর দুইদিন ব্যাপী কর্মশালা সমাপ্ত হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে দ্বিতীয় দিনের কর্মশালা। এরই মধ্য দিয়ে ‍‍`শান্তির প্রচার, সহিষ্ণুতা ও বৈচিত্র্যতা’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার যবনিকা নামলো।

গতকাল ২৫ নভেম্বর (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটরাল সিস্টেম (আইএফইএস) এর কান্ট্রি ডিরেক্টর (শ্রীলঙ্কা ও বাংলাদেশ) সিলিয়া পেসিলিনা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান।

কর্মশালাটি পরিচালনা করেন ‘সেইভ ইয়ুথ বাংলাদেশ’ এর ন্যাশনাল মডারেটর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কর্মশালা শেষে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবরে ‘সেইভ’ বাংলাদেশে কাজ শুরু করে। তরুণদের জন্য ভিন্নধর্মী প্লাটফর্ম হিসেবে সংগঠনটি শান্তির প্রচার, সহিষ্ণুতা, বৈচিত্র্যতার প্রতি সম্মান ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে কাজ করে। এছাড়াও সকল প্রকার সংঘাতের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছে সংগঠনটি।

পাশাপাশি শিক্ষার্থীদের নেতৃত্ব গঠনে ভূমিকা রাখছে ‘সেইভ’। এখন পর্যন্ত সংগঠনটি দেশের ১৩টি বিশ্ববিদ্যালয়ে দুই শতাধিক কর্মশালা ও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। এতে প্রায় দুই হাজারেরও অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ তেরোটি কমিটিতে কাজ করে যাচ্ছে ‘সেইভ ইয়ুথ বাংলাদেশ’।

কেএস 

Link copied!