ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

শিল্পের ঠাঁই নেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের দেয়ালে

ববি প্রতিনিধি

ববি প্রতিনিধি

ফেব্রুয়ারি ২০, ২০২৩, ০৫:৫৮ পিএম

শিল্পের ঠাঁই নেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের দেয়ালে

বিশ্ববিদ্যালয়কে বলা হয় উন্মুক্ত জ্ঞান চর্চার কেন্দ্র, পড়াশোনার পাশাপাশি ভিন্ন মতের প্রচার যেমন চারিদিকে ছড়িয়ে পড়বে ঠিক তেমনিভাবে সহ শিক্ষা ও শিল্প-সাহিত্যের সুষ্ঠু চর্চা হবে কিন্তু সেই শিল্পকেই যেন মুছে ফেলা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে।

দেয়ালে করা শিক্ষার্থীদের হাতে আঁকা শিল্প সাহিত্যের নিদর্শন মুছে ফেলছে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (১৯ জুন) সন্ধ্যায় একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে দেখা যাচ্ছে একজন নিরাপত্তা কর্মী (আনিছুর রহমান) শিক্ষার্থীদের রং তুলিতে আঁকা চিত্রকর্ম মুছে দিচ্ছে, তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান প্রক্টর স্যারের নির্দেশে সে এগুলো করেছে।

জানা যায়, মুছে ফেলা দুটো ছবির মধ্যে একটি ছিল গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের আঁকা সমাজতান্ত্রিক বিপ্লবী নেতা চে গুয়েভারার ছবি অন্যটিতে বরিশাল বিশ্ববিদ্যালয় চারুকলা সংসদের আঁকা সঞ্জীব চৌধুরীর ছবি।

এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে। প্রশাসনের এমন কার্যক্রমে নিন্দা জানিয়েছেন অনেকেই।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চারুকলা সংসদের সাধারণ সম্পাদক আর্ট মোছায় ক্ষোভ প্রকাশ করে আবির হোসেন বলেন, এ বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর একটা লিখিত অভিযোগ দিব৷ আমাদের আর্টটা কেন মোছা হয়েছে এর যৌক্তিক কারণ জানতে চাইবো।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম বলেন, একাডেমিক ভবনে চিটা লেখা আমাদের ক্যাম্পাসের ভেতরে নাই৷ ভুল করে আমাদের নিরাপত্তাকর্মী এমনটা করেছে৷ কার ভুলে এমনটা হয়েছে বলে জানতে চাইলে তিনি বলেন, নিরাপত্তা কর্মী আনিসুর রহমানের ভুলে ঘটনাটি ঘটেছে ৷

এ বিষয়ে নিরাপত্তা কর্মী আনিসুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এ বিষয়ে প্রক্টর স্যারের সাথে কথা বলেন৷ পরবর্তীতে তিনি বলেন প্রক্টর স্যারের আদেশে দেওয়ালের লেখাটা মোছা হয়েছে৷

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি ৷

উল্লেখ্য, নির্দিষ্টভাবে চারুকলা বিভাগ না থাকলেও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিজ উদ্যেগে চারুকলা সংসদ প্রতিষ্ঠার মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিল্প ও সংস্কৃতির চর্চা অব্যহত রাখছে।

কেএস 

Link copied!