ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

চবিতে ৪০৫ কোটি ৩৫ লাখ টাকার বাজেট

চবি প্রতিনিধি

চবি প্রতিনিধি

জুলাই ৩০, ২০২৩, ০৯:৫৩ পিএম

চবিতে ৪০৫ কোটি ৩৫ লাখ টাকার বাজেট

শিক্ষার্থী প্রতি ব্যয় ১ লাখ ৫২ হাজার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৪০৫ কোটি ৩৫ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। এতে শিক্ষার্থীদের জন প্রতি বাজেট ১ লাখ ৫২ হাজার ৯০৫ টাকা। এবছর ঘাটতি বাজেট রয়েছে ৬ কোটি ৯২ লাখ টাকা।

রোববার (৩০ জুলাই) উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের ৩৫ তম বার্ষিক সিনেট সভায় এ বাজেট অনুমোদন করা হয়।

সভায় বাজেট ঘোষণা করেন সিনেট সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ। সিনেট অধিবেশনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

এবারের বাজেট গতবছরের তুলনায় ২২ কোটি ৯৪ লাখ টাকা বেশি। বিশ্ববিদ্যালয়ের মোট ২৬ হাজার ৫১০ জন শিক্ষার্থীর বিপরীতে জন প্রতি বাজেট ১ লাখ ৫২ হাজার ৯০৫ টাকা। এবছরে মোট বাজেটের বিপরীতে বিশ্ববিদ্যালয়ের প্রাপ্তি ৩৯৮কোটি ৪৩ লাখ টাকা। ঘাটতি বাজেট রয়েছে ৬ কোটি ৯২ লাখ টাকা। একইসঙ্গে গত অর্থবছরের সংশোধিত বাজেট ৩৯৬ কোটি ৫ লাখ টাকা সিনেট সভায় অনুমোদন করা হয়।

বাজেট বরাদ্দের খাত:

বাজেটে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতায় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। এ খাতে বরাদ্দ দেয়া হয়েছে ২৪৬ কোটি ৩৮ লাখ টাকা। যা মোট বাজেটের ৬০ দশমিক ৮ শতাংশ।

এবারের বাজেটে বেড়েছে গবেষণায় বরাদ্দের পরিমাণ। গবেষণা খাতে বরাদ্দ দেয়া হয়েছে ৮ কোটি ৫৫ লাখ টাকা। গতবারের তুলনায় এই খাতে ২ কোটি টাকা বাড়ানো হয়েছে। যা মোট বাজেটের ২ দশমিক ১১ শতাংশ।

পণ্য ও সেবা বাবদ বাজেট ধরা হয়েছে ৬৮ কোটি ১৭ লাখ টাকা। যা মোট বাজেটের ১৬ দশমিক ৮২ শতাংশ।
পেনশনের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬২ কোটি ৩৬ লাখ টাকা। যা মোট বাজেটের ১৫ দশমিক ২৫ শতাংশ।

সিনেট সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, শিক্ষা-গবেষণা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা, প্রশাসনিক ও ভৌত অবকাঠামো উন্নয়নে বর্তমান প্রশাসন সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখতে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্ষদসহ সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

বার্ষিক সিনেট সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যবৃন্দ, সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

আরএস

Link copied!