ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ববি শিক্ষার্থীর

ববি প্রতিনিধি

ববি প্রতিনিধি

ডিসেম্বর ২২, ২০২৩, ১২:৫৭ পিএম

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ববি শিক্ষার্থীর

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব হাসান রাফির। শুক্রবার (২২ ডিসেম্বর) মধ্যরাতে কুমিল্লার ময়নামতি এলাকায় বাইক-ট্রাক সংঘর্ষে এ দুর্ঘটনার শিকার হন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান বঙ্কিম চন্দ্র সরকার৷

রাকিব হাসান রাফি মার্কেটিং বিভাগ থেকে স্নাতক পাশ করে বর্তমানে রবি আজিয়াটা লিমিটেড এর টেরটরি অফিসার পদে কর্মরত ছিলেন৷ তিনি এর আগে কীর্তনখোলা ফিল্ম সোসাইটির সভাপতির দায়িত্ব পালন করেছেন৷ রাফি গ্রামের বাড়ি বাগেরহাটের মনিগঞ্জ গ্রামে৷ সেখানেই তার জানাজা শেষে দাফন সম্পন্ন হবে৷

এদিকে রাফির এমন মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে শোকের ছায়া নেমে এসেছে৷ ভিন্ন ভিন্ন শোক বার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া, প্রক্টর ড. মো. আবদুল কাইউম, ব্যবসায় অনুষদের ডিন ড. আব্দুল্লাহ আল মাসুদ মরহুম শিক্ষাথী রাকিব হাসান রাফির রুহের মাগফেরাত কামনা করেন। তারা শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একইসাথে সড়ক দুর্ঘটনায় আহত অন্য এক শিক্ষার্থীর সুস্থতা কামনা করেন।

মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক বঙ্কিম চন্দ্র সরকার বলেন, রাকিব হাসান রাফির মৃত্যুতে পুরো মার্কেটিং বিভাগ পরিবার শোকাহত। সে ছিল এক অদম্য আর স্বপ্নবাজ তরুণ। বিশ্ববিদ্যালয়ের সহ-শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রমের সাথে এই শিক্ষার্থীর নাম জড়িয়ে আছে। গত বছরেও সড়ক দুর্ঘটনায় আমাদের বিভাগের এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেন। সড়ক দুর্ঘটনার মত মর্মান্তিক ঘটনাগুলোর প্রতিকার যেন শীঘ্রই হয় সেই প্রত্যাশা রাখি।

এআরএস

Link copied!