ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হলেন পবিপ্রবির পাঁচ শিক্ষার্থী

পবিপ্রবি প্রতিনিধি

পবিপ্রবি প্রতিনিধি

মার্চ ২২, ২০২৪, ০৩:১২ পিএম

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হলেন পবিপ্রবির পাঁচ শিক্ষার্থী

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পাঁচ শিক্ষার্থী হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে (হকৃবি) প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন।

বুধবার তারা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগে প্রভাষক পদে পবিপ্রবির ২০১৪-১৫ সেশনের নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী তারানা শারমিন যোগদান করেন।

একই সেশনের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের মাইক্রোবায়োলজি এন্ড ভেটেরিনারি পাবলিক হেলথ ডিপার্টমেন্টে ডিভিএম ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ডা. শারমিন সুলতানা রয়েল, এনিম্যাল হাজবেন্ড্রীর ২০১৪-১৫ সেশনের সঞ্জিতা পাল এনিমেল সায়েন্স বিভাগের, ডিভিএম ২০১৫-১৬ সেশনের ডা. আবুল কালাম আজাদ হকৃবির এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগে এবং মো. মামুনুর রশীদ হকৃবির অ্যাগ্রিকালচার ক্যামিস্ট্রি বিভাগে প্রভাষক পদে নিযুক্ত হয়েছেন।

এ বিষয়ে অনুভূতি প্রকাশ করে তারানা শারমিন বলেন, আমি অত্যন্ত আনন্দিত নিজের নতুন পরিচয় পেয়ে তবে একই দিনে আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ আমি আমার মাকে হারিয়েছি, বাবা আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। একই দিনে মায়ের মৃত্যু, আমার চাকরিতে যোগদান করতে হয়েছে। আমি মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে আমার পরিবার, শিক্ষক, ব্যাচমেট, সিনিয়র, জুনিয়র সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার বাবা-মার পর আমার বোনই এই সফলতার কারিগর ছিলেন।

সঞ্জিতা পাল বলেন, অনুভূতি আসলে এটা একটা ভালো লাগার মুহূর্ত আমার জন্য। কারণ আমি অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছি এবং সৃষ্টিকর্তা আমার সহায় ছিল বলেই হয়ত আমি এখানে আসতে পেরেছি।

নিয়োগের বিষয়ে ডা. শারমিন সুলতানা রয়েল বলেন, সৃষ্টিকর্তার কাছে অশেষ শুকরিয়া আমি শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছি। কিছুদিন আগে আমার সিজার হয়েছে। সিজারের সেলাই নিয়েই জয়েনিং ও দৌড়াদৌড়ি করতে হয়েছে। শিক্ষক হওয়ার স্বপ্নকে পূরণ করতে অনেক কষ্ট করেছি।

মো. মামুনুর রশীদ বলেন, পরিশ্রমের ক্ষেত্রে প্রাপ্তি বড় জিনিস। দীর্ঘ প্রতীক্ষার পর আল্লাহর রহমতে প্রত্যাশা পূরণ হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত।

ডা. মো. আবুল কালাম আজাদ বলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা আমার স্বপ্ন পূরণ করছেন এবং আমার মা-বাবা আমার এই সফলতা দেখতে পেয়েছেন এইজন্য আমি সবচেয়ে বেশি আনন্দিত। সকলের দোয়া চাই, আমি যেন একজন শিক্ষক হিসেবে ন্যায়, নীতির সঙ্গে দায়িত্ব পালন করে স্মার্ট ভেটেরিয়ান তৈরিতে ভূমিকা রাখতে পারি।

উল্লেখ্য, গত বছরের ৩০ ডিসেম্বর হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টারের স্বাক্ষরিত বিভিন্ন অনুষদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী পবিপ্রবির পাঁচ শিক্ষার্থী নিয়োগ পান। এছাড়া এর আগেও এই বিশ্ববিদ্যালয়ে পবিপ্রবির শিক্ষার্থীরা প্রভাষক পদে নিয়োগ পেয়েছিলেন।

ইএইচ

Link copied!