ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

বিআরইউডিএফ এর বিতর্ক প্রতিযোগিতা ও ইফতার মাহফিল

বেরোবি প্রতিনিধি

বেরোবি প্রতিনিধি

মার্চ ২৩, ২০২৪, ১০:৫০ এএম

বিআরইউডিএফ এর বিতর্ক প্রতিযোগিতা ও ইফতার মাহফিল

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সংগঠন বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট ফোরাম (বিআরইউডিএফ) কর্তৃক নারী দিবস উপলক্ষে ১ম আন্তঃ হাউস বিতর্ক প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং এর ফাইনাল রাউন্ড ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৩ টায় কবি হায়াত মামুদ ভবনে বাংলা ডিপার্টমেন্টের গ্যালারি রুমে উক্ত ফাইনাল রাউন্ড বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত ৮ই মার্চ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়।

উক্ত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন শহীদ মুখতার ইলাহি হাউজ, বেগম রোকেয়া হাউজ, হায়াত মামুদ হাউজ, ড.এম.এ.ওয়াজেদ মিয়া হাউজের বিতার্কিকেরা। বির্তক প্রতিযোগিতা ফাইনাল রাউন্টের শুরু হওয়ার পূর্বে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা এবং এর বির্তকের পর দোয়া মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

১ম আন্তঃ হাউস বিতর্ক প্রতিযোগিতা জয় লাভ করেন দল অম্পূরিয়া এবং রানার্স আপ হয়েছে দল ফাল্গুনী। এ ছাড়াও আরো দশটি দল প্রতিযোগিতা অংশগ্রহণ করেন।

উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন, লোক প্রশাসন বিভাগের প্রভাষক নিয়াজ মাখদুম, সরকারি বেগম রোকেয়া কলেজের সহকারী অধ্যাপক মো. আজহারুল ইসলাম, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সৈয়দ আরিফুল ইসলাম, বিআরইউডিএফ এর সভাপতি ইসরত জাহন টুম্পা এবং সাধারণ সম্পাদক রিশাদ নূরসহ বিআরইউডিএফ এর অন্যান্য সদস্যরা।

উক্ত অনুষ্ঠানে লোক প্রশাসন বিভাগের প্রভাষক নিয়াজ মাখদুম বলেন, “পশ্চিমা সংস্কৃতি ফলো করতে করতে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি ভুলতে বসেছি। অতীতে যেমন ইংরেজরা আমাদের শাসন করে আমাদের সম্পদ লুটপাট করেছে বর্তমানে ওয়েস্টানরা আমাদের লুটপাট করেছে আর সেটা হচ্ছে বুদ্ধি। যুক্তি তর্ক এমন এক প্রতিযোগিতা যেখানে বুদ্ধি এবং যুক্তি দিয়ে প্রতিযোগিতা হয় এবং তিনি বিতর্কিকদের উদ্দেশ্য বেশি বেশি বই পড়ার জন্য উপদেশ দেন।”

বিআরইউডিএফ এর সভাপতি ইসরাত জাহান টুম্পা বলেন, আজকে আন্ত: হাউজের বির্তকে যারা উপস্থিত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানান। এবং ইফতার মাহফিল আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেন।

ক্লাবের সাধারণ সম্পাদক রিশাদ নূর বলেন, আমরা ক্লাবের পক্ষ থেকে প্রতি বছর ইফতারের আয়োজন করি আমাদের এলামনাই, মডারেটর, শুভাকাঙ্ক্ষী, বিতার্কিক, সকলকে এক মঞ্চে আনতে। এদিনটা আমাদের জন্য তাই খুবই গুরুত্বপূর্ণ । আসলে আমরা এটাকে মিলনমেলাই মনে করি। আমাদের পাবলিক স্পিকিং এর টপিক টা ছিল ধর্ম ও অসাম্প্রদায়িকতা। যেন সকলে এই বিষরে পড়ে আসলে অন্তত জানতে পারে যে ধর্ম ও অসাম্প্রদায়িকতা আলাদা বিষয় নয়। আমরা এভাবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মুক্তমনা চেতনাকে বিকশিত করি।

বিজয়ী বিতার্কিক খাদেমুল সরদার বলেন, সর্বপ্রথম ধন্যবাদ জানাতে ডিবেট ফোরামকে এরকম আয়োজন করার জন্য। নতুনদেরকে নিয়ে বরাবরের মতো এইরকম আয়োজনগুলো আসলেই প্রশংসা দাবিদার। আর এই ক্লাবের একজন ক্ষুদ্র বিতর্কিত হিসেবে থাকতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করি । বিতর্কিক তৈরির ধারা অব্যাহত রাখতে যে আন্ত হাউজ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে সেটাতে ফাইনাল পর্যায়ে থাকতে পেরে এবং চ্যাম্পিয়ন হতে পেরে ভালো লাগছে।

উল্লেখ্য উক্ত অনুষ্ঠান শেষে বিতর্কে অংশগ্রহণকারী বিতার্কিকদের মাঝে ক্রেস্ট এবং মূল্যবান সার্টিফিকেট প্রদান করা হয়।

এইচআর

Link copied!