ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

শাবিপ্রবিতে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা পুড়িয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

শাবিপ্রবি প্রতিনিধি:

শাবিপ্রবি প্রতিনিধি:

নভেম্বর ২, ২০২৪, ০৫:৪৭ পিএম

শাবিপ্রবিতে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা পুড়িয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে বিতর্কিত বলে মনে করা পত্রিকা দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার পোড়ানোর মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) রাত ১০টার দিকে শাহ পরাণ হলের সামনে শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভে অংশ নেয়। পরে তারা মিছিল সহকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গিয়ে পত্রিকা দুটি ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে আগুনে পুড়িয়ে প্রতিবাদ জানায়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয়, যেমন—‘স্বৈরাচারের হাতিয়ার, প্রথম আলো-ডেইলি স্টার,’ ‘ফ্যাসিবাদের হাতিয়ার, প্রথম আলো-ডেইলি স্টার,’ এবং ‘এক, দুই, তিন-চার, প্রথম আলো স্বৈরাচার।’

শিক্ষার্থীদের অভিযোগ, প্রথম আলো এবং ডেইলি স্টার বিভিন্নভাবে অতীতে ও বর্তমানে ফ্যাসিবাদী সরকারের এজেন্ডা বাস্তবায়নে সহায়তা করছে এবং সরকারের অন্যায় কর্মকাণ্ড আড়াল করার প্রচেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের মতে, এ দুই পত্রিকা দেশের পরিস্থিতিকে ঘোলাটে করে তুলতে কাজ করে যাচ্ছে।

বিক্ষোভের পর শাহ পরাণ হলের প্রভোস্ট জানিয়েছেন যে, হল থেকে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা সরানোর সিদ্ধান্ত নেয়া হবে এবং এর বিকল্প হিসেবে অন্য পত্রিকা রাখার জন্য শিক্ষার্থীদের পরামর্শ নেয়া হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে প্রথম আলো ও ডেইলি স্টারের কিছু সংবাদ এবং সম্পাদকীয় বক্তব্য নিয়ে দেশজুড়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, যার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব পত্রিকা বর্জন ও পোড়ানোর মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে।

বিআরইউ

Link copied!