ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

বাকৃবিতে দুই ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন মুজিব হল

সাঈদা জাহান খুকী, বাকৃবি

সাঈদা জাহান খুকী, বাকৃবি

জানুয়ারি ২৬, ২০২৫, ০৬:১৪ পিএম

বাকৃবিতে দুই ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন মুজিব হল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আন্তঃহল ব্যাডমিন্টন, টেবিল টেনিস, দাবা ও ক্যারাম প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের সামনে ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের উদ্যোগে আয়োজিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তারা।

ছয় দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয় ২১ জানুয়ারি। এতে বিশ্ববিদ্যালয়ের ১৪টি হলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিভিন্ন খেলায় বিজয়ী ও রানার্স আপদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

মেয়েদের ক্যারামে সেরা খেলোয়াড় নির্বাচিত হন তাপসী রাবেয়া হলের ফাতেমাতুজ জোহরা এবং ছেলেদের মধ্যে ফজলুল হক হলের কিরণ। টেবিল টেনিসে মেয়েদের সেরা খেলোয়াড় হন তাপসী রাবেয়া হলের মীম এবং ছেলেদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব হলের মুরাদ।

দাবা খেলায় ছেলেদের বিভাগে বিজয়ী হয় হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল এবং রানার্স আপ বঙ্গবন্ধু শেখ মুজিব হল। মেয়েদের দাবায় বিজয়ী বেগম রোকেয়া হল এবং রানার্স আপ সুলতানা রাজিয়া হল।

ক্যারাম খেলায় ছেলেদের বিভাগে বিজয়ী ফজলুল হক হল এবং রানার্স আপ বঙ্গবন্ধু শেখ মুজিব হল। মেয়েদের বিভাগে বিজয়ী তাপসী রাবেয়া হল এবং রানার্স আপ জুলাই ৩৬ হল।

টেবিল টেনিসে মেয়েদের বিভাগে বিজয়ী তাপসী রাবেয়া হল এবং রানার্স আপ বেগম রোকেয়া হল। ছেলেদের বিভাগে বিজয়ী বঙ্গবন্ধু শেখ মুজিব হল এবং রানার্স আপ শাহজালাল হল।

ব্যাডমিন্টনে ছেলেদের বিভাগে বিজয়ী বঙ্গবন্ধু শেখ মুজিব হল এবং রানার্স আপ ঈশা খাঁ হল। মেয়েদের বিভাগে বিজয়ী বেগম রোকেয়া হল এবং রানার্স আপ সুলতানা রাজিয়া হল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এ কে ফজলুল হক ভূঁইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক এবং সঞ্চালনায় ছিলেন ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ মো. আসাদুল হক সজল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ হেলাল উদ্দীন, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবীর এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, বিভিন্ন হলের প্রভোস্ট এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।

ইএইচ

Link copied!