ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

যবিপ্রবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালন

যশোর ব্যুরো

যশোর ব্যুরো

ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০২:১৪ পিএম

যবিপ্রবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালন

গ্রন্থাগারের গুরুত্ব, মর্যাদার বিষয়ে সচেতনতা সৃষ্টি, সবার মধ্যে বই পড়ার আগ্রহ ও আনন্দ ছড়িয়ে দিতে শোভাযাত্রাসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫।

দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার।’

দিবসটি উপলক্ষ্যে বুধবার বেলা ১১টার সময় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার একটি আনন্দ শোভাযাত্রার আয়োজন করে।

শোভাযাত্রাটি মাইকেল মধুসূদন দত্ত কেন্দ্রীয় গ্রন্থাগার কাম অ্যাকাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে স্যার জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনের সামনে দিয়ে আবার মাইকেল মধুসূদন দত্ত কেন্দ্রীয় গ্রন্থাগার কাম অ্যাকাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়।

পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, যবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগার অ্যাকাডেমিক কারিকুলাম অনুযায়ী সাজাতে হবে। শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়াতে, শিক্ষার মান বাড়াতে এর বিকল্প নেই। গ্রন্থাগারে বই ক্রয়ের ক্ষেত্রে বই বাছাইকরণ, বই সংগ্রহ যদি আমরা অ্যাকাডেমিক কারিকুলাম অনুযায়ী করতে পারি শিক্ষার্থীরা লাইব্রেরিমুখী হবে। খুব শীঘ্রই শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী কেন্দ্রীয় গ্রন্থাগারকে আধুনিকায়ন করা হবে বলে জানান তিনি।  

আলোচনা পর্বে যবিপ্রবির গ্রন্থাগারিক স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন- ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, প্রধান প্রকৌশলী অধ্যাপক ড. এইচ. এম. জাকির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. মুনিবুর রহমান, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবিবসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ। আলোচনা সভা পরিচালনা করেন কেন্দ্রীয় গ্রন্থাগারের উপ-পরিচালক মো. মেহেদী হাসান।

ইএইচ

Link copied!