ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

বেরোবিতে বৈশাখী আনন্দ শোভাযাত্রায় গরুর গাড়ি ও ঘোড়ার গাড়ি

আবু সাঈদ, বেরোবি

আবু সাঈদ, বেরোবি

এপ্রিল ১৪, ২০২৫, ০৩:২৯ পিএম

বেরোবিতে বৈশাখী আনন্দ শোভাযাত্রায় গরুর গাড়ি ও ঘোড়ার গাড়ি

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ শোভাযাত্রায় অংশ নেয় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ হাজারো মানুষ।

সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে শোভাযাত্রা শুরু হয়। এতে নানা প্রতীকী উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয় বাংলার ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন অংশ আলপনায় সাজানো হয়। শোভাযাত্রায় ব্যবহৃত হয় গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, পালকি, মুখোশ, পাপেট, মাছ, পাখি ও অন্যান্য বিশালাকৃতির শিল্পকর্ম। শিক্ষার্থীরা নাঙ্গল-জোয়াল কাঁধে কৃষকের বেশে, কেউবা জেলের সাজে অংশ নেন। মুখরোচক গানের তালে তালে চলা শোভাযাত্রা বর্ণিল উৎসবে রূপ নেয়।

শিক্ষার্থীরা হলুদ, লাল, সবুজ ও কমলা রঙের পোশাকে সজ্জিত ছিলেন। নারীদের মাথায় ফুলের মালা, হাতে চুড়ি, শিশুরা ছোট ছোট মুখোশ পরে হাতে জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। পুরো ক্যাম্পাস ছিল প্রাণের উৎসবে মাতোয়ারা।

এক শিক্ষার্থী জানান, “সবার সঙ্গে ক্যাম্পাসে নববর্ষ উদযাপন করে খুব ভালো লাগছে। বিশেষ করে এবারের ঘুড়ি উৎসবটি ছিল আমাদের জন্য বাড়তি আনন্দের।”

প্রথমবারের মতো আয়োজিত ঘুড়ি উৎসবও নববর্ষ উদযাপনের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা।

ইএইচ

Link copied!