ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে বাকৃবিতে বর্ণাঢ্য র‌্যালি ও সভা

বাকৃবি প্রতিনিধি

বাকৃবি প্রতিনিধি

এপ্রিল ২৬, ২০২৫, ০৫:২২ পিএম

বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে বাকৃবিতে বর্ণাঢ্য র‌্যালি ও সভা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উৎসবমুখর পরিবেশে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় ভেটেরিনারি অনুষদের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চত্বর থেকে শুরু হয়ে উপাচার্যের বাসভবন, কে.আর মার্কেট এবং ভেটেরিনারি অনুষদ হয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। র‌্যালি শুরুর আগে অনুষদের দুই নম্বর ভবনের সামনে কেক কাটা ও বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করা হয়।

র‌্যালি শেষে মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভেটেরিনারি অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন উদযাপন কমিটির চেয়ারম্যান ও প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান। সঞ্চালনার দায়িত্ব পালন করেন কমিটির সদস্য সচিব ও মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের প্রধান অধ্যাপক ড. কে.এইচ.এম. নাজমুল হুসাইন নাজির। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. মকবুল হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ, প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ও বাকৃবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ড. মো. সহিদুজ্জামান, নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম এবং ময়মনসিংহ বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয়ের পরিচালক ডা. মনোরঞ্জন ধরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

বক্তারা দেশে একক ভেটেরিনারি ডিগ্রি বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান তার বক্তব্যে বলেন, দেশের প্রাণিসম্পদ উন্নয়নে বাকৃবির ভেটেরিনারি অনুষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গবেষণা, শিক্ষা ও সম্প্রসারণমূলক কার্যক্রমের মাধ্যমে পশুস্বাস্থ্য, জনস্বাস্থ্য এবং নিরাপদ খাদ্য উৎপাদনে দক্ষ ভেটেরিনারি পেশাজীবী তৈরি করছে। কোভিড-১৯ মহামারির সময় ওয়ান হেলথ কনসেপ্ট বাস্তবায়নে ভেটেরিনারিয়ানদের অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে প্রতি বছর প্রাণিসম্পদ খাত বিভিন্ন সংক্রামক ও অসংক্রামক রোগের ঝুঁকিতে পড়ে। এসব সমস্যা মোকাবেলায় ভেটেরিনারিয়ানদের ভূমিকা অপরিহার্য। পাশাপাশি খাদ্যে ভেজাল রোধ, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কমানো এবং জুনোটিক রোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরিতেও ভেটেরিনারি পেশাজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইএইচ

Link copied!