Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫,

রইস উদ্দিনের নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জবিতে মানববন্ধন

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

এপ্রিল ৩০, ২০২৫, ০৮:২৫ পিএম


রইস উদ্দিনের নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জবিতে মানববন্ধন

গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দারাবাদ এলাকার আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রইস উদ্দিনের ওপর গণপিটুনি এবং পুলিশ হেফাজতে চিকিৎসাবিহীন নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি আশিকুর রহমান আকাশ বলেন, “মাওলানা রইস উদ্দিন শুধু একজন ইমাম ছিলেন না, তিনি ছিলেন সমাজের নৈতিক বাতিঘর। মতাদর্শিক বিরোধের নামে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ হেফাজতে কারও মৃত্যু হলে তার দায় রাষ্ট্রকে নিতে হবে। এই হত্যাকাণ্ডের বিচার না হলে সমাজে জুলুম উৎসাহিত হবে। আমরা চাই, অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।”

আরেক শিক্ষার্থী মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, “আমরা আজ যে ঘটনার প্রতিবাদে দাঁড়িয়েছি, তা শুধু একজন আলেমের ওপর বর্বর হামলা নয়, এটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন। একজন ইমামকে গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দিয়ে, পুলিশ হেফাজতে চিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া—এটা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

এছাড়াও এম.এস. আহমাদ রেজার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন—জাতীয় গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংগঠক কিশোর সাম্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সিয়াম আন নুফাইস, মাওলানা মহিব্বুল্লাহ সিদ্দিকী, মুহাম্মদ আরিফুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ফজলে রাব্বি, মোহাম্মদ মঈন উদ্দিন চিশতী প্রমুখ।

প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল গাজীপুরের হায়দারাবাদ এলাকায় একটি সংঘবদ্ধ গোষ্ঠী মাওলানা রইস উদ্দিনের বিরুদ্ধে বলৎকারের অভিযোগ তোলে। এরপর স্থানীয় জনতা তাকে গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে মারধর করে। দীর্ঘ সময় ধরে নির্যাতনের পর পুলিশে সোপর্দ করা হলেও কোনো চিকিৎসা না দিয়ে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়। পরদিন ২৮ এপ্রিল রাত ৩টার দিকে গাজীপুর কারাগারে তার মৃত্যু হয়। পরিবার, সহকর্মী ও সাধারণ মানুষের অভিযোগ—এই মৃত্যু ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড এবং রাষ্ট্রীয় অবহেলার ফল।

ইএইচ

Link copied!