বাকৃবি প্রতিনিধি
মে ১৬, ২০২৫, ০৯:১৮ পিএম
বাকৃবি প্রতিনিধি
মে ১৬, ২০২৫, ০৯:১৮ পিএম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষার মানোন্নয়ন ও মাদকবিরোধী সচেতনতামূলক মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে আয়োজিত সভায় ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বর্ষের প্রায় ৩৫০ জন শিক্ষার্থী অংশ নেন।
ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্লাহ কাজল।
সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা, ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
সভায় শিক্ষার্থীরা ব্যবহারিক খাতার পরিবর্তে প্রেজেন্টেশন চালু, ইন্টার্নশিপ ভাতা বৃদ্ধি, অনুষদীয় ক্যাফেটেরিয়া চালু, শ্রেণিকক্ষ সংস্কারসহ শিক্ষাগত ও অবকাঠামোগত বিভিন্ন বিষয়ে মতামত উপস্থাপন করেন।
প্রধান আলোচক মো. জাফরুল্লাহ কাজল মাদকাসক্তির কারণ, কুফল, প্রভাব ও প্রতিরোধের উপায় নিয়ে স্লাইড প্রদর্শনের মাধ্যমে আলোচনা করেন। তিনি বলেন, “আমরা দেখতে পাই, অধিকাংশ মাদকসেবীই ধূমপান দিয়ে শুরু করে। ধূমপানই ধীরে ধীরে মাদকাসক্তির দিকে ঠেলে দেয়। যে ১০-২০ টাকা দিয়ে সিগারেট কেনা হয়, সেই টাকায় তিনটি কলা খাওয়া সম্ভব, যা স্বাস্থ্যের জন্য উপকারী। মাদক শুধু ব্যক্তিকেই নয়, তার পরিবারকেও ধ্বংস করে দেয়। তাই আমাদের সবাইকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হতে হবে।”
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, “যারা ভালো ভেটেরিনারিয়ান হতে চাও, তাদের সময়ের সর্বোচ্চ ব্যবহার করতে হবে। সময় নষ্ট করলে তা আর ফিরে আসে না। আমাদের দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে, সে মনোভাব ধারণ করতে হবে।”
তিনি আরও বলেন, “তোমাদের প্রতি আমার আহ্বান, নিজ পরিবার, ব্যক্তি উন্নয়ন, প্রতিষ্ঠান ও দেশের স্বার্থে পড়াশোনায় মনোযোগী হও। একজন ভালো পেশাজীবী হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হওয়াও জরুরি।”
ইএইচ