Amar Sangbad
ঢাকা রবিবার, ১৮ মে, ২০২৫,

বেরোবিতে ‘ফাইল ট্র্যাকিং সিস্টেম’ বিষয়ক কর্মশালা

বেরোবি প্রতিনিধি

বেরোবি প্রতিনিধি

মে ১৮, ২০২৫, ০৬:৩৩ পিএম


বেরোবিতে ‘ফাইল ট্র্যাকিং সিস্টেম’ বিষয়ক কর্মশালা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে ‘ফাইল ট্র্যাকিং সিস্টেম’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, “বাংলাদেশের বিভিন্ন সরকারি দপ্তরে ইতোমধ্যে ফাইল ট্র্যাকিং সিস্টেম চালু হয়েছে। 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও এই আধুনিক প্রযুক্তিভিত্তিক সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এটি প্রশাসনিক কার্যক্রমে সময় ও ভোগান্তি কমিয়ে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করবে।”

কর্মশালায় ফাইল ট্র্যাকিং সিস্টেম বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক বলেন, “বর্তমান উপাচার্যের দূরদর্শী নেতৃত্বে বেরোবি দ্রুত ডিজিটাল রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে। ফাইল ট্র্যাকিং সিস্টেম চালু হলে দপ্তরভিত্তিক কার্যক্রমে স্বচ্ছতা আসবে এবং দীর্ঘসূত্রিতা কমে আসবে।”

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রশাসনিক ও একাডেমিক শাখার কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এ সময় সিস্টেমটির প্রযুক্তিগত দিক ও ব্যবহার নিয়ে আলোচনা করেন আইসিটি সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মো. বেলাল হোসেন।

ইএইচ

Link copied!