Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ জুলাই, ২০২৪,

মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) পালিত

মালদ্বীপ থেকে

মালদ্বীপ থেকে

সেপ্টেম্বর ২৯, ২০২৩, ১২:০২ পিএম


মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) পালিত

মালদ্বীপে পবিত্র ঈদু-ই মিলাদুন্নবী (সা.) পালিত হয় বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা সাড়ে দশটায় দূতাবাসের হলরুমে, অনুষ্ঠানে বিশেষ দোয়া ও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। হাইকমিশনের কাউন্সেলর মো. সোহেল পারভেজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া-মুনাজাত ও আলোচনা করেন মাওলানা মোহাম্মদ মোমেন উল্লাহ।

উল্লেখ্য উক্ত অনুষ্ঠানে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য বর্ননা করে বিশেষ আলোচনা করেন মাওলানা মোহাম্মদ মোমেন উল্লাহ, তিনি মহানবী (সা.) এর জীবনের বিভিন্ন গুনাবলী সম্পর্কে আলোকপাত করেন। একই সাথে এসকল গুনাবলী সবাইকে নিজ নিজ জীবনে প্রতিপালনের আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশী নাগরিকবৃন্দ ও হাইকমিশনের কর্মকর্তা কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশি সাংবাদিক।

সবশেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ্সহ সমগ্র মানবজাতির কল্যাণে বিশেষ দোয়া করে অনুষ্ঠানের সমাপ্তির ঘোষণা করেন তা-বারকের মাধ্যমে।

এইচআর

Link copied!