ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫
Amar Sangbad

বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১৬, ২০২৫, ১২:২৪ এএম

বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ফলে এখন থেকে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কর্মীরা প্রয়োজনে সহজেই বাংলাদেশে আসা-যাওয়া করতে পারবেন এবং কর্মস্থলে পুনরায় ফিরে যেতে কোনো জটিলতা পোহাতে হবে না।

মঙ্গলবার রাতে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে। পরে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলও বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাল্টিপল এন্ট্রি ভিসা চালুর ফলে বাংলাদেশি কর্মীরা কর্মস্থলের ধারাবাহিকতা বজায় রেখে পারিবারিক প্রয়োজনে দেশে যাতায়াত করতে পারবেন। এতে শ্রমিকদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে।

বাংলাদেশ দূতাবাস জানায়, ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলেই মালয়েশিয়া সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ইতোমধ্যে একটি পরিপত্র জারি করা হয়েছে।

উল্লেখ্য, গত মে মাসে মালয়েশিয়া সফর করেন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সফরে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশি কর্মীদের ভিসা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এরই ধারাবাহিকতায় গত ১০ জুলাই মালয়েশিয়া সরকার পরিপত্র জারি করে মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করে।

ড. আসিফ নজরুল বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছিলেন। এরপর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও দূতাবাস সার্বক্ষণিক যোগাযোগ রেখে বিষয়টি সফলভাবে বাস্তবায়ন করে।”

তিনি আরও জানান, “যেসব বাংলাদেশি কর্মীদের ইতোমধ্যে সিঙ্গেল এন্ট্রি ভিসা এবং বৈধ টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট পাস (PLKS) রয়েছে, তাদের নতুন করে মাল্টিপল ভিসার জন্য আবেদন করতে হবে না। PLKS নবায়নের সময় স্বয়ংক্রিয়ভাবে মাল্টিপল এন্ট্রি ভিসা ইস্যু হয়ে যাবে।”

এছাড়া যারা বর্তমানে বৈধ PLKS নিয়ে মালয়েশিয়ায় আছেন, তারা নতুন মাল্টিপল ভিসা ছাড়াই দেশে যাতায়াত করতে পারবেন। বিষয়টি নিশ্চিত করতে দেশটির সকল আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ড. নজরুল বলেন, “মালয়েশিয়া ১৫টি দেশ থেকে কর্মী নিয়ে থাকে, কিন্তু এতদিন কেবল বাংলাদেশি কর্মীদেরই মাল্টিপল এন্ট্রির বদলে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হতো, যা তাদের অনেক ভোগান্তির কারণ ছিল। এ সিদ্ধান্তে এখন তারা স্বস্তি ও নিরাপত্তা অনুভব করবেন।”

দীর্ঘদিন ধরে বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে দাবি জানানো হচ্ছিল। সরকারের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টায় এ সিদ্ধান্ত বাস্তবায়িত হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে স্বস্তি বিরাজ করছে।

ইএইচ

Link copied!