ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

শুটিংয়ের সময় মারধর করতেন বানসালি: রণবীর কাপুর

মো. মাসুম বিল্লাহ

জুলাই ৪, ২০২২, ০৬:০৮ পিএম

শুটিংয়ের সময় মারধর করতেন বানসালি: রণবীর কাপুর

সঞ্জয়লীলা বানসালির ‘সাঁওয়ারিয়া’ সিনেমার মধ্য দিয়ে বলিউড যাত্রা শুরু করেন রণবীর কাপুর। প্রথম সিনেমা দিয়েই সিনেপ্রেমীদের নজর কাড়েন তিনি।

ধারণা করা হচ্ছিল বলিউডের এই প্রভাবশালী নির্মাতার সঙ্গে আরও বেশ কিছু কাজে দেখা যাবে রণবীরকে।

কিন্তু সেই ২০০৬ সালের পর রণবীরকে আর সেভাবে বানসালীর ডিরেকশনে অভিনয় করতে দেখা যায়নি।

এর কারণ জানাতে গিয়ে এবার বোমা ফাটালেন রণবীর। জানালেন, শুটিংয়ে বানসালীর মারধরের শিকার হয়েছেন তিনি।  তার ওপর চলতো ‘অত্যাচার’। 

ঋষি-পুত্র জানালেন, ‘সাঁওয়ারিয়া’ ছবির সেটে প্রায় লাঠি হাতে দাপিয়ে বেড়াতেন পরিচালক বানসালী।

রণবীর বলেন, ‘আমি সেটে হাঁটু গেড়ে বসেছিলাম, তিনি আমাকে মারছিলেন... সেটা এমনই অসহ্য হয়ে যাচ্ছিল একটা সময়ের পর যে, আমার পক্ষে কাজ করা সম্ভব হচ্ছিল না। অভিনয়ের জগতে আসার ১০-১১ মাসের মধ্যেই আমি পালিয়ে বাঁচতে চেয়েছিলাম। কারণ আমি যে খুব সংবেদনশীল, আবেগপ্রবণ, সেটা বুঝতে পেরেছিলেন পরিচালক। সেই মোক্ষম জায়গায় আঘাত হানতেন তিনি।’

অবশ্য বানসালির সেই চাপ থেকেই অভিনয়টা ভালো করে শিখেছিলেন, স্বীকার করেন রণবীর। 

সঞ্জয়লীলা বানসালি যে তাকে কত কী যে শিখিয়েছেন, সেসব এখন বোঝেন অভিনেতা। রণবীরের কথায়, ‘তিনি যথার্থ শিক্ষক।’

এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে রণবীরের দুটি ছবির ট্রেলার ও লুক। শিগগিরই ‘সমশেরা’-য় দেখা যাবে তাকে। আদিত্য চোপড়া প্রযোজিত সেই ছবি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পেতে চলেছে ২২ জুলাই৷ অন্যদিকে, আসছে ‘ব্রহ্মাস্ত্র’ও।  যা দেখা যাবে ৯ সেপ্টেম্বর। ব্রহ্মাস্ত্রতে রণবীরের বিপরীতে অভিনয় করেছেন তার সহধর্মিণী আলিয়া ভাট।

সূত্র: পিঙ্ক ভিলা, আনন্দবাজার পত্রিকা

এবি

Link copied!