Amar Sangbad
ঢাকা রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ১০ আশ্বিন ১৪২৯

ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজু আর নেই

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২১, ২০২২, ০১:৩৫ পিএম


ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজু আর নেই

ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব আর নেই।

বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন মারা যান।

তার বয়স হয়েছিল ৫৮ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রাজু।

জানা যায়, গত ১০ আগস্ট হৃদরোগে আক্রান্ত হন রাজু। জিমে ব্যায়াম করার সময় আচমকাই বুকে ব্যথা শুরু হয় তার। এর পরেই দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

প্রথম দিকে অবস্থার অবনতি হলেও পরে ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন। তবে গত ১ সেপ্টেম্বর আবার শিল্পীর শারীরিক অবনতি হতে থাকে। তখন তাকে ভেন্টিলেশনে রাখা হয়।

রাজু শ্রীবাস্তব ছিলেন হাসির জাদুকর। তিনি স্টেজে এসে দাঁড়ালেই দর্শকদের মুখে হাসি ফুটে উঠত।

১৯৬৩ সালের ২৫ ডিসেম্বর কানপুরে তার জন্ম। বাবা রমেশচন্দ্র শ্রীবাস্তব ছিলেন কানপুরের প্রখ্যাত কবি। ছেলের নাম তিনি রেখেছিলেন সত্যপ্রকাশ শ্রীবাস্তব। কিন্তু রাজু নামেই ডাকতেন সবাই।

ছোটবেলা থেকেই চেনা মানুষজনের নকল করতে পারতেন রাজু। যে কোনো উপায়ে মানুষকে হাসাতে পারতেন।

বলিউডের টানেই মুম্বাইয়ে পাড়ি দেন রাজু। আশির দশকের শুরুতে আরব সাগরের তীরে পৌঁছান তিনি। সঙ্গে সঙ্গেই সিনেমায় সুযোগ পাননি। ১৯৮৮ সালে ‘তেজাব’ সিনেমায় ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছিলেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এবি

Link copied!