ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

টিকটকে রাজ-বুবলীর নতুন লুক ফাঁস!

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ১১, ২০২২, ০৭:০৩ পিএম

টিকটকে রাজ-বুবলীর নতুন লুক ফাঁস!

ঢালিপাড়ার নতুন জুটি শরিফুল রাজ ও শবনম বুবলী। সরকারি অনুদানের সিনেমা ‘দেওয়ালের দেশ’-এ প্রথমবারের মতো জুটি বেঁধেছেন তারা। চলতি বছরের মার্চে বেশ চুপিসারে প্রথম লটের শুটিংয়ে অংশ নেন রাজ-বুবলী। এরপর গত ৫ ডিসেম্বর থেকে ঢাকায় শেষ অংশের শুটিং শুরু করেন।

প্রতিটি সিনেমায় ভিন্ন ভিন্ন লুকে পর্দায় হাজির হয়ে দর্শক মাতিয়েছেন রাজ। নতুন এই সিনেমায়ও নতুন এক রাজের দেখা মিলবে। গোপনে ‘দেওয়ালের দেশ’-এর শুটিং হলেও নতুন লুক আড়াল করতে পারেননি রাজ-বুবলী। সোশ্যাল মিডিয়ায় তাদের নতুন লুক ফাঁস হয়েছে।

প্রকাশ হওয়া দুটি স্থিরচিত্রের একটিতে দেখা যাচ্ছে, কোঁকড়ানো চুলে নিজেকে সাজিয়েছেন রাজ। সঙ্গে আবছা গোঁফে অনেকটাই সাদামাটা তিনি। যেখানে চা হাতে রাজের দিকে তাকিয়ে আছেন বুবলী। রাজও নায়িকার দিকে তাকিয়ে আছেন।

আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, চেয়ারের হাতলে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে আছেন বুবলী। পাশে বসে আছেন রাজ। অবশ্য সেখানে তার গোঁফ বেশ বড়।

সিনেমাটির নির্মাতা মিশুক মনির গণমাধ্যমকে বলেন, ‘শুটিং সেট থেকে কেউ গোপনে ভিডিও করে সেটি টিকটকে আপলোড করেছে। সেখান থেকেই লুকগুলোর স্ক্রিনশট ছড়িয়েছে। কাজটি যিনি করেছেন, খুবই খারাপ করেছেন।’

নবীন এই নির্মাতা আরও বলেন, ‘এখনও আমাদের কিছু শুটিং বাকি আছে। পুরোপুরি শেষ করে অফিসিয়াল লুক প্রকাশ করবো।’

এবি

Link copied!