ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

আমরা হল মালিকদের আর সিনেমা দিব না: কাজী হায়াৎ

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

জানুয়ারি ২, ২০২৩, ০৪:১৪ পিএম

আমরা হল মালিকদের আর সিনেমা দিব না: কাজী হায়াৎ

‘মিশন এক্সট্রিম’ ছবির সিক্যুয়েল পর তাদের দ্বিতীয় কিস্তির ছবি ‘ব্ল্যাক ওয়ার; মিশন এক্সট্রিম- ২’ এর ট্রেলার রিলিজ উপলক্ষ্যে বনানী‍‍`র একটি ক্লাবে সাংবাদিক সম্মেলনে পরিচালক সমিতির নব নির্বাচিত সভাপতি কাজী হায়াৎ এমন কথা বলেন। সেখানে প্রশাসনের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন এই ছবির কলাকুশলী বৃন্দ।

সিনেমা প্রসঙ্গে পরিচালক কাজী হায়াৎ বলেন, ‘সম্প্রতি আমার চলচ্চিত্র ‘জয় বাংলা’ মুক্তি পায়। ছবিটি তেমন চলেনি। কারণ দেশের শুধু সিনেপ্লেক্স ছাড়া বাইরের সিনগেল স্ক্রীণগুলির অবস্থা খুব একটা ভালো নয়। কিছুই দেখা যায় না। তবুও দর্শক টাকা দিয়ে টিকেট কেটে সেখানে সিনেমা দেখে। এই দর্শকের আসলে পুরস্কার দেয়া উচিত। তারা এতো কিছুর পরও সিনেমা হল এ গিয়ে দেখে।’

এই পরিচালক মাননীয় প্রধানমন্ত্রীর প্রশাংসা করে বলেন, ‘আমাদের দেশের প্রধানমন্ত্রী সিনেমা বান্ধব।ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে আমাদের সিনেমা হল এর জন্য প্রায় ১ হাজার কোটি টাকার বরাদ্দ দিয়েছেন। দেশের সিনেমা হলগুলি সিনেপ্লেক্স হলেই পুনরায় চাঙ্গা হবে চলচ্চিত্র অঙ্গণ। আর যদি তারা এই টাকা না নিয়ে হল সংস্কারণ না করেন তাহলে আমরা হল মালিকদের আর সিনেমা দিব না। তাদের সিনেমা হল সিনেপ্লেক্সে পরিণত করলেই আমাদের সিনেমা ব্যবসা আবার চাঙ্গা হবে ইনশাআল্লাহ।’

এই পরিচালক আরও বলেন, ‘কোভিট এর মধ্যে সিনেমা রিলিজ হয় মাত্র ১৯টি। সেগুলিও তেমন ব্যবস্থা করতে পারেনি। এরপর ২০২২ এ মুক্তি পায় ৫২টি ছবি। এরমধ্যে ৯টি ছবি ভালো চলেছে। দুটি ছবি হিট হয়েছে। তাতেই বোঝা যায় আমাদের চলচ্চিত্রের সুদিন ফিরতে শুরু করেছে।’

‘ব্ল্যাক ওয়ার; মিশন এক্সট্রিম- ২’ এর ট্রেলার দেখার পর পরিচালক সানী সানোয়ারের বেশ প্রশাংসা করেন এই পরিচালক। সমাজ ব্যবস্থা আর দেশের জন্য এমন কাজে সবাইকে এগিয়ে আসতে বলেন এবং হল এ এসেও ছবিটি দেখতে অনুরোধ জানান তিনি।        

এরআগে একটি ট্রেলার প্রকাশ করা হয় ইউটিউবে। এই ১ মিনিট ০৪ সেকেন্ডের ট্রেলার প্রকাশে তারা ফিরছে তাদের মিশন শেষ করতে এবং জানান দেন তাদের দেশের প্রতি শ্রদ্ধাবোধ রেখেই যুদ্ধ মূলত অদৃশ্য শত্রুর বিরুদ্ধে।

‘ব্ল্যাক ওয়ার; মিশন এক্সট্রিম- ২’ সিনেমায় আরিফিন শুভ ছাড়াও অভিনয় করেছে তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, হাসান ইমাম, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, দিলারা জামান, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দসহ অনেকে।

সিনেমাগুলির প্রযোজনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন। ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০২১ সালের ৩ ডিসেম্বর। এক বছরের কিছু বেশি সময়ের বিরতিতে মুক্তি পেতে যাচ্ছে দ্বিতীয় পর্ব ‘ব্ল্যাক ওয়ার; মিশন এক্সট্রিম- ২’। প্রথম পর্বের মতো দ্বিতীয় কিস্তিটিও পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল মাহমুদ। আগামী ১৩ জানুয়ারি একযোগে সারা বাংলাদেশে ছবিটি মুক্তি পাবে।

https://www.youtube.com/watch?v=UpT86qf1bJw

এএন

Link copied!