ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

নিজের বায়োপিক বানাবেন পরিমণি

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

জানুয়ারি ২, ২০২৩, ০৬:০৩ পিএম

নিজের বায়োপিক বানাবেন পরিমণি

সমালোচিত অভিনেত্রী পরিমণি। সিনেমার বাইরে তাকে বারবার সমালোচনার স্বীকার হতেই বেশি দেখা যায়। নিজের সংসার জীবন নিয়েও চলছে তুমুল সমালোচনা। বছরের শেষ দিনে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের আভাস দেন পরী। তবে নিজের জায়গা পরিস্কার করতেই গত (১লা জানুয়ারি) রবিবার নতুন বছরের প্রথমদিনে নিজের বায়োপিকের বিষয়টি নিশ্চিত করেছেন এই নায়িকা। তবে একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, তার নতুন ছবি আগামী ২০ জানুয়ারি ‘অ্যাডভাঞ্জার অব সুন্দরবন’ মুক্তির ব্যাপারে এসব নাটক আর মিথ্যা তালবাহানা করছেন পরিমণি!

এসব তার জন্য নতুন কিছু নয়। এর আগেও বেশ কয়েকবার তাকে নিয়ে তৈরী হয়েছিলো নানান ধরনের সমালোচনা। জেলও খেটতে হয় তাকে। তার এমন প্রশ্নবিদ্ধ ও সংগ্রামী জীবন নিয়ে পজেটিভ ধারণা জানান দিতেই মূলত এমন ভাবনা ভেবেছেন তিনি। হয়তো ভক্তদের অনেকেই জানতে চান পরীর এমন জীবনযুদ্ধের গল্প।

তবে পরীর চরিত্রে থাকছেন কে? আর পরিচালকই বা হবেন কে?? এ প্রসঙ্গে পরিমণি বলেন, ‘অবশ্যই আমি নতুন কোনো অভিনেত্রীকে চাই। যাকে আমি এখনও দেখিনি। নতুন কেউ হলে সে চরিত্রটি ধারণ করে পর্দায় তুলে আনবে।’

তার বায়োপিকটিতে পরিচালকের চেয়ারে কাকে দেখতে চান? উত্তরে পরী বলেন, ‘আমাকে যে সবচেয়ে ভালো বোঝে তাকে দিয়েই আমি বায়োপিকটি নির্মাণ করতে চাই।’

এই নায়িকা আরও বলেন, ‘আমার এখনও অনেকটা পথ হাঁটা বাকি। যে স্বপ্ন নিয়ে আমি সিনেমায় যাত্রা করেছি সেই স্বপ্ন আরও বহুদূর। আমি এখনও অভিনয় শিখছি। যে শিক্ষাটা আমার আজীবনের। আমি সব সময় অভিনয়টি হৃদয় দিয়ে করতে চাই। এটাই আমার পেশা। ভালো সিনেমায় অভিনয় করে আজীবন দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে চাই। কারণ একদিন আমি না থাকলেও আমার সিনেমাগুলো থাকবে। আর আমি সেভাবেই মানুষের মাঝে বেঁচে থাকতে চাই।’

এ মাসের ২০ তারিখে নায়ক সিয়াম আহমেদ এর বিপরীতে প্রেক্ষাগৃহে এই নায়িকার মুক্তি পাবে রায়হান জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি। হয়তো এরপরই তার সকল নাটকের অবসান হতে পারে। 

Link copied!