ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

পরীর পাশে বসেই ‘হুমকি’র স্ট্যাটাস দেন রাজ

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

জানুয়ারি ৩, ২০২৩, ০৭:১০ পিএম

পরীর পাশে বসেই ‘হুমকি’র স্ট্যাটাস দেন রাজ

রাজের সঙ্গে থাকবেন না বলে পরীমণি চলে গেছেন। কিন্তু কোথায় গেছেন? বিষয়টি কি ভাবাচ্ছে রাজকে? নাকি এ ঘটনার নেপথ্যে আরো ঘটনা আছে? গেল কয়েক দিন ধরে তুমুল আলোচনায় আছেন তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমনি। তবে কোনো সিনেমার কারণে নয়, আলোচনায় তাদের ব্যক্তিজীবন। রাজ-পরীর সংসার জীবন ভালো যাচ্ছে না- এটা তাদের ফেসবুক স্ট্যাটাস দেখলেই বোঝা যায়। পরীর অভিযোগ- স্বামী রাজ তার গায়ে হাত তোলেন। আর সে কারণেই রাজের জীবন থেকে দূরে সরে যেতে চান তিনি।

অন্যদিকে রাজের বক্তব্য, ‘দ্রুতই আইনজীবীর সঙ্গে বসব। সন্তান কার কাছে থাকবে, এ ব্যাপারে তিনি যে আইনি পরামর্শ দেবেন- সেটাই মেনে নেব।’

এর আগে রাজ লিখেছে, ‘হ্যালো গডফাদারস অ্যান্ড গং। আই ওয়ান্ট টু নো ইউ গাইজ। আই লাইভ ইন ঢাকা, আই উড লাভ টু চিয়ার্স।’

রাজের এমন পোস্টে স্পষ্ট, আড়াল থেকে কোনো ‘গড ফাদার’র কাছ থেকে হুমকি পেয়েছেন বা পাচ্ছেন রাজ। সেই উড়ো হুমকিদাতাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে চান এই চিত্রনায়ক।

কে হুমকি দিচ্ছে জানতে চাইলে রাজ বলেন, ‘আমি তো যা বলার বলেছি। এখন দেখার অপেক্ষায় আছি তাদের। পরে এসব বিষয় নিয়ে কথা বলছি।’ বলেই ফোনটি কেটে দেন রাজ।

বিষয়টি নিয়ে দীর্ঘ সময় কথা বলেছেন পরীমনি। তার ভাষ্য, ‘রাতে (গতকাল দিবাগত রাত) আমার পাশে বসেই রাজ এই স্ট্যাটাস দেয়। আমি জানি না কে ওকে “হুমকি” দিচ্ছে। এটা ওই ভালো বলতে পারবে। মোবাইল হাতে নিয়ে যখন লিখছিল (ফেসবুক স্ট্যাটাসটি) আমি বারবার প্রশ্ন করছিলাম, কি করছ? মোবাইল হাতে নিয়ে ৫ মিনিট লাগিয়ে স্ট্যাটাসটি লিখেছে। কিছুক্ষণ নিরব থেকে রাজ বলল, “একটা স্ট্যাটাস দিচ্ছি। পরে দেখে নিও।” এরপর ওর স্ট্যাটাসটা দেখলাম। সকাল থেকে মানুষজন ফোন দিয়ে আমাকে পাগল বানিয়ে ফেলছে। আর রাজ আরামের ঘুমিয়ে আছে। বলেন কি বলব।’

তিনি আরও বলেন, ‘রাজকে তার স্ট্যাটাস সম্পর্কে যখন ওকে বললাম তখন ও আমাকে বলে, “কিসের গড ফাদার কিসের হুমকি! কে বলেছে এসব কথা!’ আমি তখন ওকে বলি, তুমিই তো ফেসবুকে বলেছে। রাজ বলে, “আমি বলছি, কি বল! আমাকে আবার হুমকি কে দেবে?” তখন আমি ওকে বললাম, সকাল থেকে সবাই ফোন করছে।’

আপনারা কি একসঙ্গে আছেন? উত্তরে পরী বলেন, ‘হ্যাঁ। আমি আমার বাসায় (বনানী) আছি। দুদিন পর রাতে ও বাসায় ফিরেছে।’

এখন এসব স্পষ্ট সিনেমার প্রমোশনের পায়তারা চালাচ্ছেন এ জুটি?? কেননা আগামী ২০ জানুয়ারি পরীমণি অভিনীত ‘অ্যাডভাঞ্জার অব সুন্দরবন’ সিনেমাটি মুক্তি পাবার কথা রয়েছে।

গেল দুদিন কোথায় ছিল জানতে চেয়েছেন? ‘জানার মতো কোন পরিস্থিতিতে ও ছিল না। এমন অবস্থায় বাসায় ফিরেছে তাকে প্রশ্ন করেও কোন লাভ হয়নি।’ বললেন বিশ্বসুন্দরী’খ্যাত এই অভিনেত্রী।

আপনার শ্বশুর-শাশুড়ি কী আপনাদের সঙ্গে আছে? পরী বলেন, ‘না, তারা দুদিন থেকে চলে গেছে। আর তারা থেকে কি করবে। রাজ কারো কথাই শোনে না। নিজের ভালো নিজে না বুঝলে কেউ তাকে বোঝাতে পারবে না- এটাই বাস্তবতা। আসলে এসব বিষয়ে (ব্যক্তিগত) কথা বলতেও এখন আর ইচ্ছে করে না। আর বলেও লাভ নেই। আর মানুষের হাসির পাত্র হতে চাই না।’

এএন

Link copied!