ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

ব্যাক টু ব্যাক ১০ সিনেমা ফ্লপ; রিক্সা চালাচ্ছেন নায়ক বাপ্পী!

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

জানুয়ারি ১৬, ২০২৩, ১০:০১ পিএম

ব্যাক টু ব্যাক ১০ সিনেমা ফ্লপ; রিক্সা চালাচ্ছেন নায়ক বাপ্পী!

সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ১০ সিনেমার ১০ টিই প্রেক্ষাগৃহে মুখ থুবড়ে পড়েছে চিত্রনায়ক বাপ্পী সাহার। গেল বছরে মুক্তিপ্রাপ্ত দুই সিনেমা দুই সিনেমার মধ্যে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‍‍`শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু‍‍` প্রেক্ষাগৃহে কিছুটা আশার মুখ দেখলেও বছর শেষে মুক্তিপ্রাপ্ত ‍‍`জয় বাংলা‍‍` সিনেমা দিয়ে সিনেমাপ্রেমীদের তুমুলভাবে হতাশ করেছেন এ নায়ক।

এছাড়া কন্ঠে জরতা আর অদক্ষ অভিনয়ের কারনে তার থেকে মুখ ফিরেয়ে নিয়েছেন সিনেমাপ্রেমী দর্শকরা। এমতাবস্থায় এ নায়ককে নিয়ে নতুন কোনো প্রজেক্ট নির্মাণের চিন্তাও করছে না এখনকার নিয়মিত পরিচালকেরা। তাছাড়া হাতে থাকা সিনেমাগুলো মুক্তির ব্যাপারে রয়েছে লগ্নি ফেতর পাওয়ার সংশয়। ফলে, আটকে থাকা কাজগুলো শুরু করছে না কেউ। এমনকি ঝুলে আছে বছরের পর বছর। তাহলে কি পথে বসে গেলেন এ নায়ক?  চালাতে হচ্ছে রিক্সা। নাকি মজা করে পোস্ট করেছেন রিক্সা চালানোর কিছু স্থিরচিত্র!

সোমবার (১৬ জানুয়ারি) রাত নয়টার দিকে নিজের ফেসবুক পেইজে রিক্সা চালানোর দুটি ছবি পোস্ট করে বাপ্পী লিখেছেন, ‍‍`কিছুদিন আগেই একজন পরিচালক আমাকে বলেছিল বাপ্পি তোমার সিনেমার দর্শক রিক্সাচালক ,গার্মেন্টস কর্মী, নিম্ন শ্রেণীর। তোমাকে আরো আপার গ্রেড হতে হবে আমাদের সাথে কাজ করতে হলে। কিন্তু এই নিম্ন শ্রেণীর মানুষ গুলোই আমাকে ভালোবাসা দিয়েছে তারাই আমাকে বাপ্পি চৌধুরী বানিয়েছে আজকে। লাভ ইউ সো মাচ বোটম অফ মাই হার্ট অল রিক্সাচালক, গার্মেন্টস কর্মী, নিম্ন শ্রেণী। ওয়ান ডে ইউ উইল প্রাউড ফর মি, লাভ ইউ অল।‍‍`

এমন বাংলিশ এমন শব্দ চয়নে হতাশ  হয়েছেন নেটগেরিকরা। অনেকে ভাবছে, আলোচনায় থাকতেই এমকটা করছেন বাপ্পী সাহা। অনেকে আবার চলচ্চিত্র সংশ্লিষ্ট গ্রুপগুলোতে নায়কের এ পোস্টটি নিয়ে হাসাহাসি করতে দেখা গেছে। বাপ্পীর এ পোস্টে চঞ্চল রাজ্জাক নামের একজন কমেন্ট করেছেন। সেখানে লিখতে দেখা গেছে, ‍‍`রিকশা চালিয়ে আলোচনায় আশার চেষ্টায় আছেন, বাপ্পি ভাই,,আলোচনায় আসতে আপনারা সবাই সাহায্য করুন।‍‍` আসলে এর শেষ কোথায়?

অন্যদিকে, বাপ্পি অভিনীত বর্তমানে মুক্তির অপেক্ষায় ও নির্মাণাধীন রয়েছে আশরাফ শিশিরের পরিচালনায় ‘৫৭০’, শাহীন সুমনের ‘কুস্তিগির’, বেলাল সানির ‘ডেঞ্জারজোন’, সাফি উদ্দিন সাফির ‘সিক্রেট এজেন্ট’, অপূর্ব রানার ‘যন্ত্রণা’ ও ‘গিভ অ্যান্ড টেক’ এবং  সুমন ধরের ‘শত্রু’। তবে দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ থমকে আছে ‘গিভ অ্যান্ড টেক’ সিনেমাটি। এর ভবিষ্যৎ অনেকটা ধোঁয়াশার মধ্যে রয়েছে।

 

Link copied!