ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

সেন্সরে যাচ্ছে নিরব-বুবলীর ‘ক্যাসিনো’

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ২৫, ২০২৩, ০৫:৩৪ পিএম

সেন্সরে যাচ্ছে নিরব-বুবলীর ‘ক্যাসিনো’

সিমপ্লেক্স ইন্টারন্যাশনাল প্রযোজিত প্রথম ছবি ‘ক্যাসিনো’র যৌথভাবে সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু এবং আসাদ জামান। নায়ক নিরবের বিপরীতে প্রথমবার জুটি বেঁধে কাজ করেছেন নায়িকা বুবলি। শাকিব খানের বাইরেও প্রথম ‘ক্যাসিনো’ সিনেমায় নিরবের নায়িকা হিসেবে কাজ করছেন এই অভিনেত্রী। যদিও এরপর অনেক নায়কের সঙ্গেই জুটি হয়েছেন বুবলী। ছবিটি প্রযোজনা করেছেন রাজিব সারোয়ার।

সব কিছুর অবসানের পর এবার সেন্সরে যাচ্ছে ‘ক্যাসিনো’  নির্মাতা সৈকত নাসির। এ নির্মাতা বলেন, ‘মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত ‘ক্যাসিনো’। কিছুদিনের মধ্যেই সেন্সরে জমা দেবো। সেন্সর হওয়ার পরই মুক্তির তারিখ জানাবো। এরপরই প্রচার-প্রচারণা শুরু হবে।’

নিরব বলেন, ‘বুবলীর সঙ্গে এটা আমার প্রথম কাজ। যদিও এর আগে আমাদের একটি ছবি মুক্তি পেয়েছে। আরও একটি ছবির শুটিং চলমান। তবে এই ছবির আবেদন আমাদরে কাছে অন্যরকম। শাকিব ভাইয়ের পর আমার সঙ্গেই বুবলী প্রথম জুটি হন। তাই দর্শকদের প্রত্যাশাও একটু বেশি ছবিটির প্রতি। ছবিটির  গল্প থ্রিলারধর্মী। দেশে ঘটে যাওয়া ঘটনা নিয়েই এ সিনেমার গল্প। ছবিটি সেন্সরে যাচ্ছে আশা করি মুক্তিও দ্রæত সময়েই পাবে।’

এর আগে এই জুটিরএটি প্রথম কাজ হলেও এর আগে ‘চোখ’ নামে আগে এ জুটির আরও একটি ছবি মুক্তি পায়। পরে শুটিং করেও ছবিটি আগে মুক্তি পেয়েছে তাদের। 

এ নিয়ে বুবলী জানিয়েছেন ‘শাকিব খানের বাইরে ‘ক্যাসিনো’ আমার প্রথম কাজ।  সিনেমাটির প্রতি  দর্শকের তুমুল আগ্রহ, প্রত্যাশা লক্ষ্য করেছি শুরু থেকেই। সেগুলো মাথায় নিয়ে কাজ করেছি। সিনেমাটি শিগগিরই সেন্সরে যাচ্ছে। পাশাপাশি এর মুক্তির কথাও ভাবছেন নির্মাতা। এতে নিরবের সঙ্গে আমার রসায়ন দর্শকদের ভালো লাগবে বলে আশা করছি।’

‘ক্যাসিনো’ ছবিতে নিরব-বুবলী ছাড়াও অভিনয় করেছেন তাসকিন, দোয়েল প্রমুখ। 

Link copied!