Amar Sangbad
ঢাকা বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪,

নতুন সুখবর দিলেন পরিচালক রিয়াজুল রিজু

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ২, ২০২৩, ০৫:৩৬ পিএম


নতুন সুখবর দিলেন পরিচালক রিয়াজুল রিজু

আজ থেকে শুরু হলো সিনে মিডিয়ার প্রযোজনায় পরিচালক তানভীর হাসানের নতুন ছবি ‘মধ্যবিত্ত’ চলচ্চিত্রের ডাবিং।চিত্রনায়িকা এলিনা শাম্মির সাথে পর্দায় রসায়ন করেছেন রিয়াজুল রিজু। আরো অভিনয় করেছেন প্রয়াত মাসুম আজিজ এবং উনার অভিনিত সর্বশেষ চলচ্চিত্র এটি এছাড়াও সমু চৌধুরী, বড়দা মিঠু, আমির সিরাজি, শবনম পারভীন ও ওমর মালিক প্রমুখ ।।

পরিচালক হিসেবে বেশি পরিচিতি পেলেও, একজন অভিনেতা হিসেবেও সুনাম রয়েছে রিজুর। অভিনয় করেছেন নোমান রবিন, শাহেদ শরীফ খান, সাইফ চন্দন সহ নামীদামী পরিচালকদের।

বর্তমানে সাজ্জাদ হোসেন দোদুল এর বৈশাখি টিভির ধারাবাহিক নাটক মুসাতে পান্না নামক একটি চরিত্র করে বেশ ভালো লাগছে বলে জানান। পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমনের নির্মাণাধীন বিজ্ঞাপন চিত্রে কাজ করবেন শীঘ্রই।

Link copied!