Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯

শনির দশা শাকিব খানের

আকাশ নিবির

আকাশ নিবির

মার্চ ১৯, ২০২৩, ০১:২৩ এএম


শনির দশা শাকিব খানের

শনির দশা আর ৯ নম্বর বিপদসংকেত চলছে দেশীয় সুপারস্টার শাকিব খানের। যেন বিতর্ক পিছু ছাড়ছে না তার। বর্তমানে সিনেমার চেয়ে ব্যক্তিজীবনের সমালোচনায় সরব এ নায়ক। এবার তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ! মিথ্যা প্রতিশ্রুতি, ধর্ষণ, অসদাচরণের মতো অভিযোগে বিদ্ধ অভিনেতা। এছাড়াও একাধিক বিশ্বস্ত সূত্রে অভিযোগ আসতে শুরু হয়েছে তার নামে। তার বাসায় নতুন করে শুরু হয়েছে এক কণ্ঠশিল্পীর আগমন। সেই শিল্পীও এই নায়কের নাম ভাঙিয়ে হাঁকাচ্ছেন শো টাইম সাড়ে তিন লাখ টাকায়! এই শিল্পীর সঙ্গে ঘনিষ্ঠতার কথাও তুলেছেন কেউ কেউ। কথা তুলেছেন কথিত ডাক্তার কাম তৃতীয় শ্রেণির একজন। 

নিজের সিনেমার নায়িকা বানানোর আশ্বাস দিয়ে বর্তমানে জেলে থাকা এক কোটিপতি ব্যবসায়ীর টাকায় নিকেতনের ১০ তলা ভবন নির্মাণ করেছেন তিনি। সূত্রটি আরও জানতে চেয়েছে তার সম্পত্তির হিসাব। কত সিনেমা করেছেন তিনি? কীভাবে একটি সিনেমায় ১০ লাখ থেকে ২০ লাখ টাকায় এত সম্পত্তির মালিক তিনি। নাকি অন্য এক প্রযোজকের ওপর ভর করে অন্যের টাকা আত্মসাৎ করেছেন বলেও প্রশ্ন তোলা হয়েছে। এখন ধান্দায় বিদেশে টাকা পাচারের দাবিও করেছে সূত্রটি। 

এদিকে শাকিবের নির্মিতব্য ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্ল্যাহ বুধবার এমন অভিযোগ তোলেন। একইসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিসহ চারটি সংগঠনে লিখিত অভিযোগ করেছেন তিনি। ধর্ষণের অভিযোগে এই অভিনেতা অস্ট্রেলিয়ায় গ্রেপ্তারও হয়েছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। শাকিবের বিরুদ্ধে ‘গুরুতর’ অভিযোগ উঠলেও বরাবরের মতো নীরব রয়েছেন তিনি। অভিযোগের এক দিন না পেরোতেই বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকালে হঠাৎ করেই এক গায়কের ফেসবুকে আইডি থেকে প্রযোজক রহমত উল্ল্যাহ ও শাকিব খানের কয়েকটি ছবি দেখা যায়। তার কিছুক্ষণ পরই ছবিগুলো সরিয়ে নেন ওই গায়ক। 

ঘটনার মীমাংসা হয়ে গেছে বলে একটি সংবাদমাধ্যমে প্রযোজক নেতা খোরশেদ আলম খসরুর বরাতে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে জানতে যোগাযোগ করা হলে প্রযোজক রহমত উল্ল্যাহ বলেন, বিষয়টি এখনো সঠিক নয়। অনুরোধে তার সঙ্গে বসেছি; তবে এখনো চূড়ান্ত কিছু হয়নি। অন্য কেউ মীমাংসার কথা বললে তো আর হবে না। বিষয়টি মীমাংসা হলে আমি নিজেই জানাব।

অভিযোগ নিয়ে শাকিবের ভাষ্য, ভুল বোঝাবুঝি হয়েছে। এখানে ভুল বোঝাবুঝির কিছু নেই। শাকিবকে নিয়ে তো আর আমি ভুল অভিযোগ করিনি। তবে আলাপকালে তিনি সিনেমা শেষ করে দেয়ার কথা বলেছেন। শাকিব ৩০০ টাকার স্ট্যাম্প নিয়ে এসেছিলেন সিনেমা শেষ করে দেবেন— সেটা লিখিত দেয়ার জন্য। আমি সময় নিয়েছি। তবে এখনো কোনো মিটমাট হয়নি। ‘সমাধান হলে আমি নিজেই সবাইকে জানাব’— যোগ করলেন তিনি।

Link copied!