Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

এবার রংপুরে ‘কৃষকের ঈদ আনন্দ’

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৪, ২০২৪, ০৩:৩২ পিএম


এবার রংপুরে ‘কৃষকের ঈদ আনন্দ’
ছবি: আমার সংবাদ

টেলিভিশনের ঈদ অনুষ্ঠানের সেরা আয়োজন ‘কৃষকের ঈদ আনন্দ’। শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় এই অনুষ্ঠানটির এবারের পর্ব ধারণ করা হয়েছে রংপুরের পীরগঞ্জের চৈত্রাকলে।
গ্রামীণ আবহে কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কৃষকের ঈদ আনন্দ এবার আরো জমজমাট এর ব্যতিক্রমী ও মজার সব খেলাধুলায়। আর বৈচিত্র্যপূর্ণ সব গল্পের বুননতো রয়েছেই।

‘এবারে খেলাধুলার অংশটি ধারণের জন্য কেন রংপুরকে বেছে নিলেন?’- এমন প্রশ্নে নির্মাতা শাইখ সিরাজ জানালেন, ‘কৃষি আন্দোলনের ইতিহাসে সমৃদ্ধ রংপুর। যুগ যুগ ধরে এখানকার কৃষক নিজের অধিকারে হয়েছে সোচ্চার। কৃষক আন্দোলনের নেতা নূরুলদীন, দেবী চৌধুরানী কিংবা নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মভূমি রংপুরের মাটিতে ফসল ফলিয়ে আজকের কৃষক দূর করেছে মঙ্গা-পিরিত দুর্দিনের স্মৃতি। রংপুরের কৃষি ও কৃষক উঠে এসেছে বাংলার সাহিত্যে, ইতিহাসে। তাই এবার আমরা কৃষকের ঈদ আনন্দে খেলেছি এই অঞ্চলের কৃষকদের সাথে নিয়ে।’

‘কৃষকের ঈদ আনন্দ’ প্রচারিত হবে ঈদের পরদিন বিকেল সাড়ে ৪টায় চ্যানেল আইতে।

এআরএস

Link copied!