ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

যে কারণে নির্মাতাকে পিটিয়েছেন নায়িকা ববি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

জুন ৩০, ২০২৪, ০৫:৫৫ পিএম

যে কারণে নির্মাতাকে পিটিয়েছেন নায়িকা ববি

২০২২ সালের ১ ফেব্রুয়ারি এফডিসি দিয়ে ‘ময়ূরাক্ষী’ সিনেমার শুটিং শুরু হয়। এদিকে গত ১৮ জুন সিনেমার পরিচালকের সঙ্গে প্রযোজক-নায়িকার তুমুল দ্বন্দ্ব বাঁধে।

ঈদুল আযহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পাঁচটি চলচ্চিত্র। প্রতিটি সিনেমা আলাদা আলাদা ধাঁচের। আর সেই সিনেমাগুলোর মধ্য থেকেই এক সিনেমার পরিচালকের সঙ্গে প্রযোজক-নায়িকার তুমুল দ্বন্দ্ব বাঁধে; যা গড়িয়েছে হাতাহাতি পর্যন্ত। যা এখন দ্বন্দ্ব টক অব দ্যা কান্ট্রি।

জানা গেছে, ‌‘ময়ূরাক্ষী’ সিনেমার প্রযোজক সব শিল্পীর পারিশ্রমিক পরিচালকের হাতে দিলেও তিনি শিল্পীদের ঠিকমতো পরিশোধ করেননি। ফলে নায়িকার সঙ্গে দ্বন্দ্ব বাধে নির্মাতার। ফলশ্রুতিতে পরিচালক রাশিদ পলাশকে চড় মাড়েন ববি হক।

ঈদের দ্বিতীয় দিন (১৮ জুন) রাতে ঘটনাটি নিকেতনের একটি বাসায় ঘটেছে বলে প্রযোজনা প্রতিষ্ঠান আজ ইন্টারন্যাশনাল নিশ্চিত করেছে। সিনেমাটির নির্বাহী প্রযোজক শাহাদাত হোসেন লিটনও এই দ্বন্দ্বের সত্যতা শিকার করেছেন। বিষয়টি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে, এ নিয়ে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা।

হঠাৎ কী নিয়ে পরিচালক ও নায়িকার দ্বন্দ্ব?

এমন নানা প্রশ্ন উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রযোজনা প্রতিষ্ঠানের একজন বলেন, সময়মতো সিনেমাটি শেষ করে দিতে পারেনি রাশিদ পলাশ। যে বাজেটে সিনেমার কাজ শেষ করার কথা ছিল তারও তিনগুণ টাকা খরচ হয়েছে। সিনেমার জন্য স্পন্সর ম্যানেজ করে দেওয়ার কথা বলেও ব্যর্থ হয়েছেন তিনি। রাশিদ পলাশ কোনো কিছুই ঠিকমতো পূরণ করতে পারেনি। তবুও পরিচালককে ছাড় দিয়ে আসছে প্রযোজনা প্রতিষ্ঠান।

পরিচালকের কর্মকাণ্ড কিছুতেই মেনে নিতে পারেনি চিত্রনায়িকা ববি। ফলশ্রুতিতে পলাশের সঙ্গে তার ফাইট হয়। ঈদের পরের দিন সন্ধ্যায় নিকেতনের একটি বাসায় মারামারির ঘটনাটি ঘটে। শুরু থেকেই রাশিদ পলাশ অপেশাদার কর্মকাণ্ড করে আসছেন। যে গল্পে সিনেমাটি নির্মাণ করার কথা ছিল, তা সেভাবে করা হয়নি।

প্রযোজনা প্রতিষ্ঠানের দাবি, ববিকে আরও ব্যবহার করা যেত। কিন্তু সেটা করতে ব্যর্থ হয়েছেন পরিচালক। কোনো কথাই সে রাখতে পারেনি। কাজের ব্যাপারে যদি পেশাদার এবং সততা রাখত তাহলে দর্শক আরও ভালো কিছু পেতে পারত। সে জায়গা থেকে ববির বিষয়টি সহ্য হয়নি।

এছাড়া আমরা সব টাকা সময় মতো দিলেও শিল্পীদের ঠিকমতো পারিশ্রমিক দেওয়া হয়নি। এমন অভিযোগ পেয়েছি। ববি নিজেও এ সংক্রান্ত অভিযোগ পেয়েছেন। পলাশের সঙ্গে সবার গণ্ডগোল। টাকা নিয়েও যদি সবাইকে না দেয় পরিচালক সেই দায় প্রযোজনা প্রতিষ্ঠান নেবে না। কারণ, তার সাথে সবার কাজ নিয়ে চুক্তি হয়েছে।

কাজে অনভিজ্ঞ রাশিদ পলাশ। সে ১০ বছর সময় নিয়ে ‘পদ্মাপুরাণ’ বানিয়েছে। নতুন একজন পরিচালক। সে যদি সহযোগিতা চাইত তাহলে কাজটি আরও ভালো হতে পারত। ঠিকমতো হলই পায়নি। সবকিছু নিয়ে ববির অনেক খারাপ লেগেছে। অনেক বেশি কষ্ট পেয়েছে।

যখনই পলাশের সঙ্গে আমরা কথা বলতে চাইতাম তখন উল্টো প্রযোজনা প্রতিষ্ঠানের ভুল ধরার জন্য উঠে পড়ে লাগত। ভুল কিংবা অনভিজ্ঞ হতেই পারে। না পারা দোষের কিছু না। সে প্রযোজনা প্রতিষ্ঠানের সহযোগিতা নিতে পারত। নিজের দোষ অন্যকে চাপিয়ে দিলে সেটাকে ক্রাইম বলব। সবকিছু নিয়ে ক্ষিপ্ত ববি। যার কারণে মারধর করেছেন। প্রমোশনের জন্য টাকা নিয়ে প্রমোশন করেনি। তিন বছর ধরে সিনেমাটি নির্মাণ করছেন কিন্তু মুক্তির আগে ট্রেলারই ছাড়ত পারল না। এ জন্য একাধিকবার টাকাও নিয়েছে।

এদিকে বিষয়টি নিয়ে কথা বলতে ‘ময়ূরাক্ষী’ সিনেমার পরিচালক রাশিদ পলাশকে একাধিকবার কল দেয়া হলেও তিনি কল রিসিভ করেননি। এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন এই পরিচালক।

অপরদিকে ঘটনার সত্যতা শিকার করেছেন চিত্রনায়িকা ববি।

উল্লেখ্য, ২০২২ সালের ১ ফেব্রুয়ারি এফডিসি দিয়ে ‘ময়ূরাক্ষী’ সিনেমার শুটিং শুরু হয়। থেমে থেমে কয়েক দফায় শুটিং করে সিনেমাটির কাজ শেষ হয়। প্রেম ও প্রতারণার গল্পে নির্মিত সিনেমাটি ঈদুল আজহার দিন নামেমাত্র প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

আরএস

 

Link copied!