Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

করোনায় বিশ্বে আরও ১৪৬৬ জনের মৃত্যু

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১৫, ২০২২, ১০:৪০ এএম


করোনায় বিশ্বে আরও ১৪৬৬ জনের মৃত্যু

গত একদিনে বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ২১৬ জনের। মৃত্যু হয়েছে ১২৩১ জনের। এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ লাখ ২৪ হাজারের বেশি মানুষ। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মৃত্যু বেড়ে ৬৫ লাখ ২২ হাজার ৮৯৬ জন এবং সংক্রমণ বেড়ে পৌঁছেছে ৬১ কোটি ৫৩ লাখ ২৪ হাজার ১১ জনে।

এসময়ে করোনায় আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ছয় লাখ ৪০ হাজার ৩৫৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫৯ কোটি ৪৩ লাখ ৪৪ হাজার ১৮৭ জন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

ইএফ

Link copied!