Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

ইউক্রেনের চার অঞ্চল যুক্ত করতে আইনে স্বাক্ষর পুতিনের

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ৫, ২০২২, ০১:৩১ পিএম


ইউক্রেনের চার অঞ্চল যুক্ত করতে আইনে স্বাক্ষর পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের চার অঞ্চল রুশ ফেডারেশনে যুক্ত করতে চারটি সাংবিধানিক আইনে স্বাক্ষর করেছেন। এর মাধ্যমে দোনেতস্ক, লুহানস্ক, খেরসন, জাপোরিঝিয়া এখন আনুষ্ঠানিকভাবে রুশ ফেডারেশনের অংশ হলো।

এর আগে মঙ্গলবার (৪ অক্টোবর) রাশিয়ার সংসদের উচ্চ কক্ষ ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলো ফেডারেশনে অন্তর্ভুক্তির সিদ্ধান্তে অনুমোদন দেয়। গত শুক্রবার পুতিন অঞ্চলগুলো যুক্ত করতে ডিক্রি ( সরকারি আদেশ) জারি করেছিলেন।

রাশিয়ার সরকারি গণমাধ্যম তাসের খবরে বলা হয়েছে, সাংবিধানিক আইনে স্বাক্ষরের ফলে ইউক্রেনের চার অঞ্চলের বাসিন্দারা এখন রাশিয়ার নাগরিক বলে বিবেচিত হবেন। তবে রুশ নাগরিকত্বের জন্য প্রথমে তাদের আবেদন করে শপথ নিতে হবে। আবার কেউ নাগরিকত্ব ত্যাগ করতে চাইলেও তাকে আবেদন করতে হবে এবং এর জন্য তিনি একমাস সময় পাবেন।
বিশ্ব নেতারা ইউক্রেনের চার অঞ্চল যুক্ত করতে রাশিয়ার ‘গণভোট’ আয়োজনকে ‘ধাপ্পাবাজি’ বলে মন্তব্য করেছিলেন। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো পুতিনের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। সূত্র: সিএনএন

এবি

Link copied!