Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪,

দুর্ভিক্ষ মোকাবেলায় বিশ্বব্যাংকের ১৭০ বিলিয়ন ডলারের তহবিল

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১৫, ২০২২, ০৬:১৬ পিএম


দুর্ভিক্ষ মোকাবেলায় বিশ্বব্যাংকের ১৭০ বিলিয়ন ডলারের তহবিল

করোনা ও ইউক্রেন সংঘাত-দুই মিলে আরও ভয়াবহ হয়েছে বৈশ্বিক পরিস্থিতি। মূল্যস্ফীতির লাগাম টানতে বিশ্বের বড় বড় অর্থনীতির দেশগুলোতে বাড়ানো হয়েছে সুদের হার। ফলে ২০২৩ সালে বিশ্বজুড়ে বড় ধরনের মন্দা দেখা দিতে পারে বলেই সতর্ক করে আসছে বিশ্বব্যাংক ও আইএমএফ।

আসন্ন এই সম্ভাব্য দুর্ভিক্ষ মোকাবেলায় ১৭০ বিলিয়ন ডলারের তহবিল গঠন করার কথা জানিয়েছে বিশ্বব্যাংক।

শুক্রবার (১৪ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আইএমএফ-এর বার্ষিক সম্মেলনের পঞ্চম দিনে সংস্থাটির প্রধান কার্যালয়ে এসব তথ্য জানানো হয়।

ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ প্রেসিডেন্ট ডেভিড মালপাস বলেছেন, ‘বর্তমান সঙ্কটের সাড়া হিসেবে আগামী ১৫ মাসে আমরা ১৭০ বিলিয়ন ডলার সরবরাহ করার পরিকল্পনা হাতে নিয়েছি। ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত এই পরিকল্পনা চলবে। এরমধ্যে ৩০ বিলিয়ন ডলার দেওয়া হবে খাদ্য সঙ্কট কাটাতে। এর আওতায় খাদ্য ও সার উৎপাদন বৃদ্ধি করাকে উৎসাহিত করা হবে।’  

এছাড়াও বেসরকারি খাতকে আইএমএফ বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ছয় বিলিয়ন ডলার অর্থ সহায়তা দেবে। সূত্র: বিশ্বব্যাংক

এবি

Link copied!