ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

অরুণাচল প্রদেশে ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২১, ২০২২, ০৯:১৪ পিএম

অরুণাচল প্রদেশে ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত ২

ভারতের অরুণাচল প্রদেশে ভারতীয় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ওই দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এ পর্যন্ত দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। অন্যদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।  

শুক্রবার (২১ অক্টোবর) বেলা পৌনে ১১ টা নাগাদ আপার সিয়াং জেলায় সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। সেনাবাহিনীর এই রুদ্র হেলিকপ্টারে দু’জন পাইলট সহ মোট পাঁচ জন আরোহী ছিলেন। বলা হচ্ছে, ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টারটি একটি রুটিন ফ্লাইটে ওড়ানো হয়েছিল।    

তল্লাশি অভিযানে একটি এমআই-১৭ এবং দু’টি ধ্রুব চপার কাজে লাগানো হয়েছে। স্থানীয় গ্রামবাসীরাও উদ্ধার অভিযানে শামিল হয়েছেন। আপার সিয়াংয়ের এসপি জুম্মার বাসার বলেন, দুর্ঘটনাটি পাহাড়ি এলাকায় ঘটেছে এবং অনুসন্ধান ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।  

কেন্দ্রীয় আইনমন্ত্রী ও বিজেপি নেতা কিরেন রিজিজু সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেছেন, ‘অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলায় ভারতীয় সেনাবাহিনীর অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার দুঃখজনক খবর পাওয়া গেছে।’  

অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এক বার্তায় বলেছেন, ‘অরুণাচল প্রদেশের উচ্চ সিয়াং জেলার টুটিং এলাকার কাছে অ্যাডভান্সড লাইট কমব্যাট হেলিকপ্টার দুর্ঘটনার খবর শুনে মর্মাহত হয়েছি!’  

প্রসঙ্গত, চলতি মাসে রাজ্যটিতে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার এটি দ্বিতীয় ঘটনা। এর আগে গত ৫ অক্টোবর, অরুণাচল প্রদেশের তাওয়াং জেলায় একটি চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয় এবং এতে থাকা দুই পাইলটের মধ্যে একজন নিহত হন। গত মার্চ মাসে, জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে আরেকটি চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। ওই ঘটনায় পাইলটের মৃত্যু হয়েছিল। ২০১৭ সালের মার্চ থেকে ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে, ১৫টি সামরিক হেলিকপ্টার সংশ্লিষ্ট দুর্ঘটনায় ৩১ জন প্রাণ হারিয়েছিলেন। সূত্র: পার্সটুডে

এবি

Link copied!