ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

নান-ধর্মযাজকদের বিরুদ্ধে নীল ছবি দেখার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২৭, ২০২২, ০২:১৪ পিএম

নান-ধর্মযাজকদের বিরুদ্ধে নীল ছবি দেখার অভিযোগ

খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস অভিযোগ করেছেন, নান-ধর্মযাজক নীল ছবি (পর্নোগ্রাফি) দেখেন।

একই সঙ্গে অনলাইনে পর্নোগ্রাফি দেখার ঝুঁকি সম্পর্কে তাদের সতর্কও করেন পোপ। তিনি বলেন, এটি পুরোহিত হৃদয়কে দুর্বল করে ফেলে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, গত সোমবার ভ্যাটিকানে এক বৈঠকে পুরোহিত ও সেমিনারিয়ানদের করা বেশ কিছু প্রশ্নের উত্তর দেন পোপ ফ্রান্সিস। এ সময় তিনি নান ও ধর্মযাজকদের বিরুদ্ধে নীল ছবি দেখার অভিযোগ করেন।

এ বৈঠকে তিনি বিজ্ঞান ও বিশ্বাসের মিলন এবং ব্যক্তিগত ত্রুটির সঙ্গে লড়াই করে সৎভাবে বেঁচে থাকার চেষ্টা সম্পর্কে আলোচনা করেন।

সেমিনারিয়ানরা পোপকে খ্রিস্টান হওয়ার আনন্দ ভাগ করে নিতে ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া সর্বোত্তম ব্যবহার সম্পর্কে জানতে চান। এ সময় পোপ নীল ছবির দেখার মাধ্যমে দৈহিক ঝুঁকি ও মনকে বিভ্রান্ত করে এমন কোনো সংবাদ দেখা বা গান শোনা থেকে বিরত থাকতে বলেন।

পোপ বলেন, ডিজিটাল পর্নোগ্রাফি সম্পর্কে আপনাদের সবারই ধারণা রয়েছে। এ ব্যাপারে লোভও আছে। এটি এমন একটি পাপ যা অনেক লোকের আছে। সাধারণ মানুষ, নারী-পুরুষ এমনকি পুরোহিত ও সন্ন্যাসীরাও পর্নোগ্রাফি দেখেন।

এ সময় শিশু নির্যাতন ও শিশু পর্নোগ্রাফির মতো জঘন্যতম অপরাধের কথাও তোলেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু। তিনি বলেন, আমি এখানে শিশু নির্যাতন ও অপরাধমূলক শিশু পর্নোগ্রাফির কথা বলছি না। কারণ আপনারা সবাই জানেন। এমনকি প্রতিনিয়ত দেখছেন। এটি সামাজিক অধঃপতন। পর্নোগ্রাফির বিষয়ে ‘স্বাভাবিক’ কিছুই নেই।

পর্নোগ্রাফির নিন্দা করে তিনি বলেন, এটি নারী-পুরুষের মর্যাদার ও স্থায়ী আক্রমণ। এমনকি জনস্বাস্থ্যের জন্যও হুমকি।

সকলের উদ্দেশে তিনি বলেন, আপনার মোবাইলে যদি পর্নো থাকে, মুছে ফেলুন। তাহলে এ ব্যাপারে আপনার মনে কোনো লোভ থাকবে না।

পর্নোগ্রাফি থেকে মনের ভেতর শয়তান প্রবেশ করে, যা যাজক হৃদয়কে দুর্বল করে দেয় বলেও মন্তব্য করেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

সূত্র: আল জাজিরা

Link copied!