Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

নেতার মৃত্যুর খবর জানিয়ে নতুন প্রধানের নাম ঘোষণা আইএসের

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ১, ২০২২, ১১:৪৫ এএম


নেতার মৃত্যুর খবর জানিয়ে নতুন প্রধানের নাম ঘোষণা আইএসের

ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু আল-হাসান আল-হাসমি আল-কুরাইশির মৃত্যুর খবর জানিয়েছে জঙ্গি সংগঠনটি। গত মার্চ মাসে তাকে আইএসের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছিল।

বুধবার (১ ডিসেম্বর) এক অডিও বার্তায় আল-কুরাইশির মৃত্যুর খবর প্রথমবারের মতো স্বীকার করলো আইএস। তবে কারা তাকে হত্যা করেছে তা স্পষ্ট করে বলা হয়নি ওই বার্তায়। এ খবর দিয়েছে সিএনএন।

খবরে জানানো হয়েছে, ওই বার্তায় আইএসের পরবর্তী প্রধানের নামও ঘোষণা করা হয়েছে। আইএসের মুখপাত্র আবু ওমর আল-মুহাজের বলেন, আমি ইসলামিক স্টেটের যোদ্ধা ও আমির আবু আল-হাসান আল-হাশমি আল-কুরাইশির মৃত্যুর খবর নিশ্চিত করছি। তিনি ‘আল্লাহর শত্রুদের’ সঙ্গে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন।

তিনি জানান, আবু আল-হুসাইন আল-হুসাইনি আল-কুরাইশি নামে একজনকে আইএসের নতুন প্রধান করা হয়েছে। এই জঙ্গি নেতার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায় না। তবে জঙ্গি সংগঠনটি আল-হুসাইনকে ‘পুরোনো যোদ্ধা’ বলে বর্ণনা করেছে।

গত ফেব্রুয়ারিতে মার্কিন হামলায় নিহত হন আইএস প্রধান আবু ইব্রাহিম।

এরপর মার্চে আইএসের প্রধান হন আবু আল-হাসান। এবার তারও মৃত্যু হলো।

কেএস 

Link copied!