ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

দিল্লির রাজপথে কুস্তিগীররা

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ১৯, ২০২৩, ০৪:৫৩ পিএম

দিল্লির রাজপথে কুস্তিগীররা

ভারতের কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ও কোচদের বিরুদ্ধে যৌন হেনস্থা ও মানসিক নির্যাতনের অভিযোগে দেশটিরা রাজধানী দিল্লিতে নজিরবিহীন বিক্ষোভ সমাবেশ শুরু করেছেন  কুস্তিগীররা।

বিবিসির এক প্রতিবেদন বলা হয়েছে, ভারতের অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর বজরং পুনিয়া, কমনওয়েলথ গেমসে তিনবারের স্বর্ণপদক-জয়ী ভিনেশ ফোগত, রিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পাওয়া সাক্ষী মালিকের মতো তারকা কুস্তিগীররা এই প্রতিবাদে নেতৃত্ব দিচ্ছেন।

দিল্লির কেন্দ্রস্থলে যন্তর মন্তরে এই প্রতিবাদ সমাবেশ বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো চলছে। ভারতের প্রায় শদুয়েক প্রথম সারির পুরুষ ও মহিলা কুস্তিগীর এই বিক্ষোভে যোগ দিয়েছেন।

কুস্তিগীরদের অভিযোগের রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার (ডাব্লিউ এফ আই) সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে। যিনি উত্তরপ্রদেশ থেকে নির্বাচিত ক্ষমতাসীন বিজেপির একজন এমপি-ও বটে।

ভিনেশ ফোগত অভিযোগ করেছেন, দেশের নারী কুস্তিগীররা প্রতিনিয়ত ট্রেনারদের হাতে এবং খোদ ডাব্লিউ এফ আই সভাপতির হাতে যৌন লাঞ্ছনার শিকার হচ্ছেন। গরিব ঘর থেকে আসা এই সব মেয়েরা ভয়ে মুখ খুলতে পারছেন না বলেও তিনি জানিয়েছেন।

যন্তর মন্তরের সমাবেশস্থলে কাঁদতে কাঁদতে ভিনেশ বলেন, জাতীয় ক্যাম্পে থাকাকালীন যৌন নির্যাতনের মুখে পড়েছেন, এমন অন্তত দশ-বিশজন মেয়ে আমার কাছে এসে তাদের অভিজ্ঞতার কথা বলেছেন। অত্যন্ত নিম্নবিত্ত পরিবার থেকে আসা নির্যাতিতা মেয়েদের রুটিরুজির একমাত্র ভরসা রেসলিং। কর্মকর্তাদের বিরুদ্ধে মুখ খুললে তাদের প্রতিযোগিতায় নামতে দেওয়া হবে না, এই ভয়েই তারা এতদিন মুখ খুলতে সাহস পাননি।  

আর এক তারকা রেসলার বজরং পুনিয়া অভিযোগ করেছেন, ব্রিজভূষণ শরণ সিং একজন স্বেচ্ছাচারীর মতো কুস্তি ফেডারেশন চালাচ্ছেন।

তিনি টুইট করেন, ফেডারেশনের কাজ হল কুস্তিগীরদের খেলাধুলোর ব্যাপারে সাহায্য করা। কিন্তু সেখানে যদি সমস্যা থাকে, তাহলে সেটার সমাধান করতে হবে।

খাবারের সঙ্গে কিছু মিশিয়ে দিয়ে যে কোনো দিন ডোপিংয়ের দায়ে তাদের নিষিদ্ধ করে দেওয়া হবে, এই ভয়ে নির্যাতিতা নারী রেসলাররা ক্যাম্পে রাতের পর রাত ঘুমোতে পারেন না বলেও সমাবেশস্থল থেকে জানানো হয়েছে। 
কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি নেতা ব্রিজভূষণ শরণ সিং অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন।

বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার বিরুদ্ধে যৌন নির্যাতন চালানোর অভিযোগ পুরোপুরি মিথ্যে। কেউ যদি এটা প্রমাণ করতে পারেন তাহলে আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব।

তবে দেশের নামী কুস্তিগীরদের নজিরবিহীন প্রতিবাদে সারা দেশে যে তীব্র প্রতিক্রীয়া সৃষ্টি হয়েছে, কেন্দ্রীয় সরকারও তার উপেক্ষা করতে পারছে না।

বুধবার রাতেই ভারত সরকারের ক্রীড়া মন্ত্রণালয় ডাব্লিউ এফ আই-কে নোটিশ পাঠিয়ে বলেছে, তাদের বিরুদ্ধে যে সব অভিযোগ উঠেছে বাহাত্তর ঘন্টার মধ্যে সংস্থাকে তার জবাব দিতে হবে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে প্রতিবাদরত কুস্তিগিরদের সঙ্গে কথা বলার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে অলিম্পিয়ান রেসলার ববিতা ফোগতকেও সমাবেশস্থলে পাঠানো হয়েছিল, যিনি বিজেপির সদস্যও বটে।

ববিতা ফোগত সেখানে বলেন, আমি সবার আগে একজন রেসলার। তা ছাড়া আমি সরকারেরও অংশ, কাজেই মধ্যস্থতা করাটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে।

এআরএস

Link copied!