ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

নিউইয়র্ক পুলিশের তালিকায় ১৭০০ ভয়ংকর অপরাধী

নিউইয়র্ক প্রতিনিধি

নিউইয়র্ক প্রতিনিধি

জানুয়ারি ২৮, ২০২৩, ১০:২৯ এএম

নিউইয়র্ক পুলিশের তালিকায় ১৭০০ ভয়ংকর  অপরাধী

নিউইয়র্ক পুলিশের তালিকায় রয়েছে ১৭০০ অপরাধী। তাদেরকে দমন করতে কাজ করছে পুলিশ। এসব অপরাধী ঘুরে ফিরে নিউইয়র্ক শহরে ভয়ংকর অপরাধজনক কর্মকাণ্ড চালচ্ছে।

তাদের দমনে এনওয়াইপিডি প্রসংশনীয় কাজ করছে। তবে আইনের ফাঁক ফোকরে তারা বারবার রাস্তায় ফিরে আসেন বলে উল্লেখ করেছেন সিটি মেয়র এরিক অ্যাডামস।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) কুইন্সের ফ্লাশিং মেডোস-করোনা পার্কের থিয়েটারে দেয়া মেয়র এরিক অ্যাডামস ‘স্টেট অফ দ্য সিটি ভাষনে’ এ কথা বলেন। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।

তিনি বলেন, সিটিতে গান ভায়োলেন্স কমতে শুরু করেছে। আলবেনীর ওপর ক্রিমিনাল জাস্টিস সিস্টেম রিফর্ম করার জন্য চাপ অব্যাহত রাখবে। রাস্তা থেকে অস্ত্র উদ্ধার ও তা সরিয়ে নিতে নেবারহুড সেফটি টিম গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে বলে তিনি মন্তব্য করেন।
স্টেট অফ দ্যা সিটি ভাষনে মেয়র এরিক অ্যাডামস বলেন, আগামী সামারে ৩৫ হাজার মিডল স্কুল ছাত্রছাত্রীর ক্যারিয়ার গঠন ও কলেজ পরিদর্শনের কর্মসূচির ঘোষণা দেন। এর অন্যতম টার্গেট হলো মিডল ও হাই স্কুলের শিক্ষার্থীদের জন্য সামারে কর্মসংস্থান সৃষ্টি করা।

তিনি কলেজ পর্যায়ে টেক প্রোগ্রাম দ্বিগুণ করারও ঘোষণা দেন। এতে প্রত্যেক কলেজ স্টুডেন্ট টেকনোলোজি রিলেটেড জ্ঞান নিয়ে ব্যাচেলর ডিগ্রী অর্জন করবে। মেয়র নার্সি এডুকেশনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, নার্সেস জনশক্তির ব্যাপক ঘাটতি রয়েছে সিটিতে।

কিউনি এ ব্যাপারে সহায়ক ভূমিকা পালন করবে। তার ভাষায়, সিটি প্রশাসন ২০২৩ সালকে জব, নিরাপত্তা, হাউজিং ও স্বাস্থ্য কেয়ারকে পিলার হিসেবে মনে করছে। ওয়ার্কিং জনগোষ্ঠীই সিটির বর্তমান এজেন্ডা। মেয়র নির্বাচিত হবার পর এটি ছিল তার দ্বিতীয় ভাষণ।
তিনি ট্রাফিক ভায়োলেন্স এর বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ২০২৩ সাল হবে রেকলেস ড্রাইভারদের জন্য কঠিন সময়। তাদের দায়িত্বজ্ঞানহীন ড্রাইভিং বন্ধ করতে সাড়াঁশি অভিযান চলবে।

এআরএস

Link copied!