ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

মস্কোয় ফের ইউক্রেনের ড্রোন হামলা

ডয়েচে ভেলে

ডয়েচে ভেলে

আগস্ট ১, ২০২৩, ০৭:৪৬ পিএম

মস্কোয় ফের ইউক্রেনের ড্রোন হামলা

ইউক্রেন যুদ্ধের রেশ এতকাল সরাসরি তেমন টের না পেলেও রাশিয়ার রাজধানী মস্কো এবার নিয়মিত হামলার শিকার হচ্ছে৷

রুশ সেনাবাহিনীর সূত্র অনুযায়ী মঙ্গলবার ভোরে একাধিক ড্রোন দিয়ে শহরে ‘সন্ত্রাসী‍‍` হামলা চালানো হয়েছে৷ সেনাবাহিনী সেই হামলা বানচালের দাবি জানালেও একটি ড্রোন একটি বহুতল ভবনে আঘাত হেনেছে৷ সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় নাকি ধ্বংস করা সম্ভব হয় নি৷ হামলার সময় মস্কোর একটি বিমানবন্দর কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়৷

উল্লেখ্য, গত রোববার ‘মস্কভা সিটি‍‍` নামের সেই ভবনটি ড্রোন হামলার শিকার হয়েছিল৷ মঙ্গলবারের হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায় নি৷

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার বলেন, মস্কোসহ রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুর উপর মরিয়া হামলা আসলে ইউক্রেনের হতাশা ফুটিয়ে তুলছে৷ তিনি আশ্বাস দিয়ে বলেন, যে রাশিয়া এমন হামলা প্রতিহত করতে যাবতীয় পদক্ষেপ নিচ্ছে৷ ইউক্রেন সাধারণত রাশিয়ার ভূখণ্ডে হামলার বিষয়ে মুখ না খোলায় সে দেশের সরকারের প্রতিক্রিয়া জানা যায় নি৷ তবে প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি চলতি সপ্তাহে বলেছেন, যে যুদ্ধ রাশিয়া তথা সে দেশের প্রতীকী কেন্দ্র ও সামরিক ঘাঁটিগুলিতে ফিরে আসছে৷ 

যুদ্ধ শুরুর প্রায় ১৭ মাস পরেও ইউক্রেনের উপর রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে৷ সোমবার জেলেনস্কির জন্মস্থান ক্রিভইয়ি রিগের উপর ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ছয় জন নিহত ও অসংখ্য মানুষ আহত হয়েছে৷

ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানসূত্রের লক্ষ্যে সৌদি আরব যে সম্মেলন আয়োজন করছে, তাতে খোদ রাশিয়ার অংশগ্রহণ নিয়ে সংশয় থেকে যাচ্ছে৷ সোমবার ক্রেমলিন জানিয়েছে, যে সেই সম্মেলনের লক্ষ্য সম্পর্কে বিস্তারিত জানার প্রয়োজন রয়েছে৷ ইউক্রেন জানিয়েছে, সেই সম্মেলনে রাশিয়াকে মোটেই স্বাগত জানানো হবে না৷ জেলেনস্কির চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়েরমাক বলেন, পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণের দেশগুলি বিশ্ব নিরাপত্তা নতুন করে সাজানোর লক্ষ্যে কাজ করলে ইউক্রেনের ‘সীমাহীন আনন্দ‍‍` হবে৷ কিন্তু আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদ মানা দেশগুলির তালিকায় রাশিয়া থাকতে পারে না৷

ওয়াল স্ট্রিট জার্নালের সূত্র অনুযায়ী সৌদি আরব সম্মেলনে কিছু পশ্চিমা দেশ, ইউক্রেন এবং প্রথম সারির কিছু উন্নয়নশীল দেশকে আমন্ত্রণ জানিয়েছে৷ সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির শান্তির পরিকল্পনা নিয়ে আলোচনা হবার কথা৷ ক্রেমলিনের মুখপাত্র পেসকভ সেই রিপোর্ট সম্পর্কে বলেন, রাশিয়া অবশ্যই সম্মেলনের উপর নজর রাখবে৷ তাঁর মতে, যে কোনো শান্তিপূর্ণ সমাধানসূত্রের ইতিবাচক মূল্যায়ন হওয়া উচিত৷ তবে পেসকভ বলেন, আপাতত ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার কোনো সুযোগ নেই৷

সম্মেলনে রাশিয়ার অনুপস্থিতি নিয়ে সংশয় বাড়ছে৷ মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস মানুয়েল লোপেস বলেন, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা উপস্থিত থাকলে তবেই তিনি সম্মেলনে অংশ নিতে আগ্রহী৷ তাঁর মতে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্পূর্ণ ‘অযৌক্তিক‍‍` এই যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত নয়৷

এআরএস

Link copied!